প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষের মুখে জোকার-নাদালরা
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার, কোচ, অফিসিয়াল মিলিয়ে ৫০৭ জনের কোভিড পরীক্ষা হয়েছিল। সবারই নেগেটিভ হয়েছে
মেলবোর্ন: করোনার পর প্রথম গ্র্যান্ড স্লামে সহজ প্রতিপক্ষের মুখে পড়লেন নোভাক জকোভিচ। আট বারের চ্যাম্পিয়ন জোকার খেলবেন জেরেমি কার্ডির বিরুদ্ধে। মেয়েদের গত বারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন খেলবেন ওয়াইল্ড কার্ড নিয়ে নামা ম্যাডিসন ইংলিসের বিরুদ্ধে।
কোমরের চোট কিছুটা হলেও চিন্তায় রেখেছে রাফায়েল নাদালকে। স্প্যানিশ প্রথম রাউন্ডে খেলবেন লাসলো জেরের বিরুদ্ধে। সেরেনা উইলিয়ামসের প্রথম ম্যাচ লরা সিগমুন্ডের সঙ্গে। নাওমি ওসাকার খেলবেন অ্যানাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার বিরুদ্ধে। অ্যাশলি বার্টি খেলবেন ডেনকা কোভিনিচের সঙ্গে।
Looking forward to these first-round encounters ?
Everything you need to know about the #AO2021 women’s singles draw ? https://t.co/UP8VcozA3b#AusOpen pic.twitter.com/HSQkZmTN0w
— #AusOpen (@AustralianOpen) February 5, 2021
করোনার কারণে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু আয়োজনরা কোনও কার্পণ্য রাখেননি টুর্নামেন্টকে করোনার ছায়ামুক্ত রাখার জন্য। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে একটাই ভালো দিক, নতুন করে কারও করোনা সংক্রমণের খবর নেই। এ দিকে, অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্লেয়ার, কোচ, অফিসিয়াল মিলিয়ে ৫০৭ জনের কোভিড পরীক্ষা হয়েছিল। সবারই নেগেটিভ হয়েছে।
আরও পড়ুন:৫ ফেব্রুয়ারি ! রোনাল্ডো মিশলেন নেইমার-তেভেজে
এ বার জিতলে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিক করবেন জোকার। নাদালের সামনেও এক অনন্য রেকর্ড। যদি জেতেন, তা হলে রজার ফেডেরারের ২০টা গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভেঙে দেবেন তিনি। অন্য দিকে সেরেনা উইলিয়ামস যদি জেতেন, ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব হবে তাঁর।