WTC Final 2021: সাউদাম্পটনের পিচের দর্শন মিলল টুইটারে
টুইটারের (Twitter) দৌলতে সাউদাম্পটনের (Southampton) সবুজ পিচের ছবি দেখা গেছে।
সাউদাম্পটন: এজিয়াস বোলে পিচ কেমন হবে সেই নিয়ে এতদিন চলছিল নানা জল্পনা। এ বার সেই জল্পনায় ইতি ঘটল। সোশ্যাল মিডিয়ার দৌলতে দর্শন মিলল WTC ফাইনালের পিচের। আগামীকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC final) শুরু হবে। মুখোমুখি টেস্টে ক্রিকেটের সেরা দুই দল। বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। খেলা হচ্ছে নিরপেক্ষ ভেনু ইংল্যান্ডে। তাই ইংল্যান্ডের পিচ যে বোলারদের সাহায্য করবে সে কথা বলছেন বিশেষজ্ঞরা।
Just 1 more sleep. @ICC WTC final with @BLACKCAPS and @BCCI . No need to mow that I don’t think @DineshKarthik #BringItOn pic.twitter.com/nnfW9qr5vY
— Simon Doull (@Sdoull) June 17, 2021
টুইটারের (Twitter) দৌলতে সাউদাম্পটনের (Southampton) সবুজ পিচের ছবি দেখা গেছে। ম্যাচের সময় সাউদাম্পটনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এমনটাই জানা গেছে। ইংল্যান্ডে নিমেষে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। সেই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও যারা লড়াইটা চালিয়ে যাবে, চ্যাম্পিয়নের ট্রফির স্বাদও তারাই পাবে।
বাউন্স, গতি, সুইং সব কিছু নিয়েই পিচ তৈরির কথা আগেই জানা গিয়েছিল। পিচের ঝলক দেখা গেলেও, কেমন আচরণ করবে তা মাঠে বল না গড়ালে বোঝা মুশকিল। সবুজ ঘাসে ঢাকা পিচে পেসাররা সফল হতে পারেন। তবে যাই হোক না কেন ভারতের প্রথম একাদশ বাছা কিন্তু বেশ কঠিন হতে চলেছে কিং কোহলির কাছে।