FIFA World Cup 2022: কনে ব্রাজিল, বর আর্জেন্টিনার বিয়েতে বড় অঘটন!

বাসরে বরের বন্ধুরা কনের বোনদের খেপিয়েছে। আর্জেন্টিনা নামেই তো টিনা আছে । তাই আর ব্রাজিল কেন। আমাদের ছেলে গুড্ডু জিতে নিয়েছে টিনা। জিতবে আর্জেন্টিনা।

FIFA World Cup 2022: কনে ব্রাজিল, বর আর্জেন্টিনার বিয়েতে বড় অঘটন!
কনে ব্রাজিল, বর আর্জেন্টিনার বিয়েতে বড় অঘটন! Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 3:42 PM

প্রীতম দে

বিয়ে আর বৌভাতের মাঝে যে এমন হবে কে জানতো! সবে বিয়ে হয়েছে অমিতা আর সোমনাথের । দুজনেই আইটি কর্মী। দু’জনেরই ভাল লাগে সমুদ্র। কিন্তু একটাই অমিল। বর আর্জেন্টিনা(Argentina)। কনে ব্রাজিল(Brazil)। সেই তফাতটাই যে এত বড় হয়ে দেখা দেবে, কে ভেবেছিল! অমিতা আর সোমনাথের বিয়ে হয়েছে বৃহস্পতিবার। ছেলের বাড়ির নিয়ম মেনে বিদায়ী পরদিন, অর্থাৎ শুক্রবার সন্ধেবেলা। তারপরেই ব্রাজিলের নক আউট খেলা। তাই যে গোদের ওপর বিষফোঁড়া হবে কে জানতো। বালী থেকে মধ্যমগ্রাম। শ্বশুরবাড়ি ঢুকতে নে ঢুকতে নেইমারের(Neymar) বিদায় বিশ্বকাপ থেকে। সদ্য বিয়ের যা আলো ঘিরে ছিল, তাও প্রায় ম্লান হয়ে এল। ব্রাজিল বিদায়ে আস্তে আস্তে মুখ ভার কনের।

কনে অমিতা মন্ডল, যাঁর আবার ডাকনাম টিনা, তিনি বললেন , “পর পর দুটো ধাক্কা। এক তো এতদিনের পরিবার ছেড়ে এলাম। তারপর এতদিনের আশায় জল। ছেড়ে গেল নেইমাররা।” বাসরে বরের বন্ধুরা কনের বোনদের খেপিয়েছে। আর্জেন্টিনা নামেই তো টিনা আছে । তাই আর ব্রাজিল কেন। আমাদের ছেলে গুড্ডু জিতে নিয়েছে টিনা। জিতবে আর্জেন্টিনা। এ সব শুনে বর গুড্ডু সোমনাথ ভট্টাচার্য হাসছেন, “কী আর বলি। এতদিন হারজেন্টিনা বলতো। এখন মায়া লাগছে । বলেছি, দল বদল করতে।”

বিয়ের চাপ। পরদিন বৌভাত। সব মাথায় নিয়েই মেসির খেলা দেখতে বসেছিলেন সোমনাথ। টাইব্রেকারের পরে বৌভাতের রাতে ফাটানোর জন্য রাখা বাজির সবকটাই ফাটিয়েও ফেলেছেন। ওদিকে তত্ত্ব সাজাতে গিয়ে দুষ্টু বুদ্ধি খেলে গিয়েছে শ্যালিকাদের মাথায়। শ্যালিকা অরিত্রা মুচকি হেসে বললেন, “বাসরে না চাইতেই বেশি টাকা দিয়ে জামাইবাবু পার পাবে ভেবেছিল। আমি ফুটবল বুঝি না। কিন্তু বেচারা দিদির জন্য একটু ঝটকা দিলাম।”

জামাইবাবুর চোস্ত পাঞ্জাবি দিয়ে হয়ে গেল ওয়ার্ল্ড কাপ। লেখা হল, ‘জামাইবাবু chill, জিতেছে ব্রাজিল।’ বিয়ের তত্ত্বে ফুটবল তত্ত্বের ছড়াছড়ি। শয্যা সামগ্রীর ওপর ফুটবলের বাঁশি। টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার ফুল ইত্যাদি ছিল। কারণ হোক না ব্রাজিল-আর্জেন্টিনা। প্রেম তো ফুটবল। ফুটবলের ফুলশয্যা। তত্ত্ব দেখে কনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বর বলেছেন , “এটা ঠিক হলো না, আরজেন টিনা।”