FIFA World Cup 2022: মরক্কোকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন অবসর ভেঙে ফেরা কোন তারকা?
মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মরক্কোর এক তারকা ফুটবলার। অবসর ঘোষণাও করে দিয়েছিলেন। তাঁর হাত ধরে মরক্কো এ বারের বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখছে।
দোহা: মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মরক্কোর এক তারকা ফুটবলার। অবসর ঘোষণাও করে দিয়েছিলেন। সেই তারকাই অবসর ভেঙে ফিরে, বিশ্বকাপের মঞ্চে মরক্কোকে সাফল্য এনে দিচ্ছেন। তাঁর হাত ধরে মরক্কো (Morocco) বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখছে। কথা হচ্ছে মরক্কোর তারকা হাকিম জিয়েচকে (Hakim Ziyech) নিয়ে। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) মরক্কোর হয়ে ৫টি ম্যাচেই খেলেছেন জিয়েচ। তার মধ্যে কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের একটি ম্যাচে গোল করেছিলেন জিয়েচ। এফ গ্রুপে বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো ইউরোপের জায়ান্ট দলগুলো থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথম পর্বের বাঁধা পার করে মরোক্কানরা। হাকিম জিয়েচের এ বারের বিশ্বকাপে খেলাই হত না। কিন্তু ভাগ্যও তো কিছু কিছু সময় সঙ্গে দেয়। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন হঠাৎ অবসর নেওয়া হাকিম জিয়েচ কীভাবে ফের মরক্কো দলে ফিরে, দেশকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন।
মরক্কোর কোচের সঙ্গে জিয়েচের সম্পর্কের অবনতি ঘটে গত বছরের জুনে। সেই সময় মরক্কোর কোচ ছিলেন ওয়াহিদ হালিলোজিচ। তিনি সেই সময় অভিযোগ তোলেন, মরক্কোর হয়ে প্রীতি ম্যাচে না খেলার জন্য ভুয়ো চোটের অজুহাত দেখিয়েছিলেন জিয়েচ। যা বরাবর অস্বীকার করেন জিয়েচ। এর পর আফ্রিকান নেশনস কাপের জন্য মরক্কো দল থেকে জিয়েচকে বাদ দিয়ে দেন হালিলোজিচ। এমনকি তাঁর অধীনে বিশ্বকাপের বাছাই পর্বেও দলের বাইরে ছিলেন জিয়েচ। আর তারপরেই জিয়েচ অবসর ঘোষণা করেন। জিয়েচ জানিয়ে দেন, জাতীয় দলে তিনি আর ফিরছেন না, এটাই নাকি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত। মাত্র ২৮ বছর বয়সে হাকিম জিয়েচের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানা, সকলকেই চমকে দিয়েছিল।
কাতার বিশ্বকাপের আগে মরক্কোর কোচিং প্যানেলে পরিবর্তন হয়। হালিলোজিচের জায়গায় তখন মরক্কোর কোচ হয়ে আসেন ওয়ালিদ রেগরাগুই। তিনি দায়িত্ব নেওয়ার পরেই আলাদা করে জিয়েচকে দলে ফেরাতে উদ্দ্যোগী হন। নয়া কোচের অনুরোধে জিয়েচ ফিরেও আসেন মরক্কোর জাতীয় দলে। আর তারপরই দেশকে বিশ্বকাপে এগিয়ে নিয়ে চলেছেন তিনি।
উল্লেখ্য, মরক্কোর হয়ে খেললেও হাকিম জিয়েচের জন্ম কিন্তু নেদারল্যান্ডসে। তাঁর পেশাদার ফুটবলের শুরুটা হয় ডাচদের হয়েই। ডাচ ক্লাব হিরেনভিনের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেছিলেন জিয়েচ। এরপর তিনি এফসি টুয়েন্টি, আয়াক্স ও চেলসির জার্সিতে খেলেছেন।