FRA vs MAR FIFA WC Semi Final Match Preview: মিরাকলের পথে মরক্কোর বাধা ‘সিরিয়াল উইনার’
FRANCE vs MOROCCO FIFA world Cup 2022: অল্পেতে খুশি হয় 'দামোদোর শেঠ কি'? মরক্কোর কোচ ওহালিদও তেমনটাই বলছেন। স্পেন, পর্তুগাল... আরও একটা অঘটন কেন নয়! তাদের দলেও বেশ কিছু চোটের পরিস্থিতি রয়েছে। কার্ড সমস্যায় এই ম্যাচে পাওয়া যাবে না ওয়ালিদ শেডিরাকে। তারপরও মরক্কো স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখতে মানা নেই। আর স্বপ্ন দেখলে, এগনো যায়। এই বিশ্বাসই সঙ্গী মরক্কো কোচের।
দোহা : অনেকটা পথ পেরিয়েছে মরক্কো। একটা করে মাইলফলকে দাগ কেটে। আফ্রিকার চতুর্থ এবং আরবের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। আর আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনাল। প্রতিটা ম্যাচ, নতুন মাইলফলক, ইতিহাস। আরও একটা ধাপ কি পেরোনো যাবে? কঠিন, তবে অসম্ভব নয়। বিশ্ব ফুটবল যেন মিরাকল দেখতে চাইছে। গ্যালারিতে দৌড়ে গিয়ে আশরাফ হাকিমি মায়ের কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন, কিংবা এন নাসিরি মাঠেই মায়ের সঙ্গে ডান্স করছেন। এই মুহূর্তগুলোর যেন পুনরাবৃত্তি চাইছে বিশ্ব ফুটবল। তবে ফ্রান্সের সমর্থকরা নিঃসন্দেহে নয়। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের লক্ষ্য টানা দ্বিতীয় বার ট্রফি জয়। তার জন্য ফাইনাল অবধি পৌঁছতে হবে। ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
বিশ্বকাপের শুরুতে চ্যাম্পিয়ন ফ্রান্সকে নিয়ে অনেক সন্দেহ ছিল। চোটের কারণে একঝাঁক ফুটবলারকে পাওয়া যায়নি। ব্য়ালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা কাতারে এলেও, বিশ্বকাপ শুরুর আগেই চোটে ফিরে যেতে হয়। কান্তে, পোগবা, প্রিসনেল, নেইয়ের তালিকা বিশাল। তবে সব অভাব ঢাকা পড়ে গিয়েছে। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরোর গোল, গ্রিজম্যানের খেলা তৈরি, গোলের পাস, ক্রস বাড়ানো। গত ম্যাচে তরুণ ফুটবলার শৌমেনির গোল। রক্ষণে রাফায়েল ভারানে, থিও হার্নান্ডেজদের ভুললে চলবে না। টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। আরও একটা কারণ রয়েছে। ‘সিরিয়াল উইনার’ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। বিশ্বকাপের মঞ্চে শেষ ১৭ টি ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে দেশঁর ফ্রান্স। তবে সেমিফাইনালের আগে ফরাসি শিবিরে চিন্তা আরও কিছু চোট। সেন্টার ব্যাক দায়োত উপামেকানো এবং মিডফিল্ডার আদ্রিয়েন ব়্যাবিয়টের চোট। ম্যাচের আগে হালকা অনুশীলনে দেখা যায় এই দু-জনকে। উপমেকানো একান্তই খেলতে না পারলে ইব্রাহিমা কোনাতেকে খেলানো হতে পারে তাঁর জায়গায়। পোগবা না থাকলেও সতীর্থদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। কিংসলে কোম্যানকে ভিডিয়ো কলে শুভেচ্ছা জানানা পোগবা।
? Le message de @paulpogba au groupe pendant un appel avec Kingsley Coman ?#FiersdetreBleus pic.twitter.com/br5uFE6TOO
— Equipe de France ⭐⭐ (@equipedefrance) December 13, 2022
মরক্কোর হারানোর কিছু নেই। প্রাপ্তি অনেক কিছু। অল্পেতে খুশি হয় ‘দামোদর শেঠ কি’? মরক্কোর কোচ ওহালিদও তেমনটাই বলছেন। স্পেন, পর্তুগাল… আরও একটা অঘটন কেন নয়! তাদের দলেও বেশ কিছু চোটের পরিস্থিতি রয়েছে। কার্ড সমস্যায় এই ম্যাচে পাওয়া যাবে না ওয়ালিদ শেডিরাকে। তারপরও মরক্কো স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখতে মানা নেই। আর স্বপ্ন দেখলে, এগনো যায়। এই বিশ্বাসই সঙ্গী মরক্কো কোচের। ভুললে চলবে না, এই দলে আশরফ হাকিমির মতো নেতা রয়েছেন, হাকিম জিয়েচ এবং গোলরক্ষক বোনো রয়েছেন। যাঁরা হারার আগে, হার মানেন না। জেতার আগে উচ্ছ্বাসে মাতেন না। তাদের জন্য আরও একটা মিরাকল ঘটতেও পারে!