FIFA World Cup 2022: শিষ্যদের দোষ দেখছেন না আর্জেন্টাইন কোচ
আক্রমণ ও প্রতিআক্রমণ ফুটবলেরই অঙ্গ। তবে তার একটা সীমারেখা থাকা প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দোহা: গত শনিবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। দুই দলের বচসা ও আক্রমণের জেরে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে লুসেইল স্টেডিয়াম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একই ম্যাচে দু’পক্ষ মিলিয়ে ১৭ টি হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজ। যা বিশ্বকাপের (FIFA World Cup) ইতিহালে এক বিরল ঘটনা। যদিও রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দুই দলই সমান সমানে আক্রমণ করে একে অপরকে। আর্জেন্টিনার এ হেন আচরণের কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে মেসিদেরও (Lionel Messi)। এই বিষয়ে এ বার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
আক্রমণ ও প্রতিআক্রমণ ফুটবলেরই অঙ্গ। তবে তার একটা সীমারেখা থাকা প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে দুই পক্ষকে বারবার দেখা যায় ব্যাক্তিগত আক্রমণ করতে। হাতাহাতি, ধাক্কাধাক্কি সবমিলিয়ে বচসা চরমে পৌঁছায়। ডাচ শিবিরের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা অবধি মাঠে নেমে আসেন আক্রমণ করতে। দু’পক্ষকেই দেখা যায় আগ্রাসী ভূমিকায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি-সহ কোচিং স্টাফ ওয়াল্টার স্যামুয়েলস কেউ বাদ জাননি রেফারির হলুদ কার্ডের থেকে। ‘গুড বয়’ মেসিকেও দেখা যায় সেদিন মেজাজ হারাতে। নেদারল্যান্ডস কোচ লুই ভ্যান গালের দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। তবে এ বিষয়ে কোচ স্কালোনি তাঁর শিষ্যদের খুব একটা দোষ দেখছেন না।
শনিবার এই অশান্তির ম্যাচেই নেদারল্যান্ডসকে পরাজিত করে, শেষ চারে পৌঁছে গিয়েছে মেসির আর্জন্টিনা। আজ, মঙ্গলবার সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে কোয়ার্টার ফাইনালে শিষ্যদের আচরণের বিষয়ে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। তাঁকে বলতে শোনা যায়, ‘এই ঘটনা বাস্তবের বাইরে।’ তাঁর দলের ফুটবলারদের একাধিক হলুদ কার্ড দেখিয়ে ছোট করা হয়েছে বলে দাবি করছেন আর্জেন্টাইন কোচ। তাঁর মতে, মাঠে বিপক্ষ ফুটবলারদের মধ্যেও যে সুন্দর বন্ধুত্ব থাকতে পারে তা কোপা আমেরিকাতে দেখিয়ে দিয়েছেন, নেইমার, মেসি, লিয়েন্দ্রো পেরেদেসরা। শনিবারের ম্যাচের পর এই সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনার গর্ব কালিমালিপ্ত হচ্ছে বলে আরও দাবি তাঁর।