ডেভিড উইলিয়ামসের গোলে অক্সিজেন পেল বাগান

চেন্নাইয়িনকে হারিয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট এটিকে মোহনবাগানের। মঙ্গলবার এটিকে মোহনবাগানের সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

ডেভিড উইলিয়ামসের গোলে অক্সিজেন পেল বাগান
গোল করে উচ্ছ্বাস বাগান ফুটবলারদের। ছবি সৌজন্যে : টুইটার (এটিকেএমবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2021 | 5:27 PM

গোয়া: খেলা তখন ৯০ মিনিটে পা রেখেছে। অনেক এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) সমর্থকই ধরে নিয়েছিলেন আরও একটা ড্র অপেক্ষা করে আছে। ঠিক এই সময়ই ঝলক। হার্নান্ডেজের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়ালেন ডেভিড উইলিয়ামস (DAVID WILLIAMS) । বল জালে জড়াতেই যেন স্বস্তির নিশ্বাস। ৯০ মিনিট লড়াই করেও যে গোলটা পাওয়া যাচ্ছিল না, পরিবর্ত হিসেবে নেমে হাবাসের দলকে সেটাই এনে দিলেন ডেভিড ইউলিয়ামস। তিন পয়েন্ট, সঙ্গে লিগের লম্বা দৌড়ের জন্য অনেকটা অক্সিজেন।

বল পজেশন থেকে পাসিং। সবতেই গতবারের রানার্স চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামসকে বেঞ্চে রেখে শুরু থেকে মনভীরকে মাঠে নামিয়েছিলেন হাবাস। অফ ফর্মে থাকা রয় কৃষ্ণা বারবার হারিয়ে গেলেন চেন্নাই বক্সে। দ্বিতীয়ার্ধে মাস্টার স্ট্রোক দিলেন বাগান কোচ। ক্লান্ত চেন্নাইয়িন রক্ষণের সুযোগ নিতে মাঠে নামিয়ে দিলেন উইলিয়ামসকে। তাতেই বাজিমাত।

শেষ বেলায় সবুজ মেরুনের রক্ষণে হানা দিয়েছিল দক্ষিণের দল। গোল লাইন সেভ করে দলকে বাঁচালেন ডিফেন্ডার টিরি। বৃহস্পতিবারের লড়াই শেষে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট এটিকে মোহনবাগানের। দ্বিতীয় স্থানটা পাকা করে এবার শীর্ষে ওঠার লড়াই শুরু করবে হাবাসের দল। মঙ্গলবার এটিকে মোহনবাগানের সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আরও পড়ুন : নির্ধারিত সময়েই হবে অলিম্পিক, বলছে আয়োজকরা