ISL: তারকা নয়, দল হিসেবে খেলতে চাই: হাবাস
গত মরসুমেও ২৭ নভেম্বর আইএসএল (ISL) ডার্বিতে মুখোমুখি হয়েছি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ-মেরুন সেদিন জিতেছিল ২-০ গোলে।

গোয়া: আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়েছে তাঁর দল। কিন্তু ফুটবলারদের পারফরম্যান্সে মোটেও খুশি নন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। বিশেষত দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে। খেলার শেষেই বলেছিলেন, দ্বিতীয়ার্ধে আত্মতুষ্ট হয়ে পড়েছিল ফুটবলাররা। লাল-হলুদের বিরুদ্ধে শনিবারের ডার্বি ম্যাচে (derby match) সেই সমস্যাটাই মেটাতে চাইছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। রয় কৃষ্ণা, হুগো বোমাসদের আবারও বার্তা দিয়েছেন, তাঁর দলে তারকার প্রয়োজন নেই। তাঁর প্রয়োজন একটা দলের। যেখানে সবাই সবার জন্য খেলবে।
Back on the pitch and training hard for the clash against SC East Bengal on Saturday ?♥️?#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroISL pic.twitter.com/ulL6cOkSww
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 23, 2021
শনিবার এটিকে মোহনবাগানের সামনে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ভারতীয় ফুটবলের সব থেকে বড় লড়াই। সমর্থকদের মধ্যে উন্মাদনা আছে। সংবাদমাধ্যমেও বড় ম্যাচ নিয়ে প্রচুর কথা। কিন্তু বাগান কোচ ডার্বি নিয়ে ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে রাজি নন। পরিষ্কার ভাষাতেই জানিয়েছেন, ডার্বি ম্যাচ জিতলে ছয় পয়েন্ট পাওয়া যায় না। তাই উল্টো দিকে ইস্টবেঙ্গল থাকুক বা অন্য কেউ, তাঁর কাছে লড়াইটা ৯০ মিনিটের একটা ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ড্র করেছে। ফুটবল মহলের মতে এগিয়ে থেকেই মাঠে নামবে মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গলকে একই রকম সমীহ করছেন ডেভিড উইলিয়ামসনদের কোচ।
Head Coach Antonio Lopez Habas knows what needs to be done ahead of the derby, time to get to work ?♂️⚽️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/nu9so6hurP
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 22, 2021
গত মরসুমেও ২৭ নভেম্বর আইএসএল ডার্বিতে মুখোমুখি হয়েছি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন সেদিন জিতেছিল ২-০ গোলে। আইএসএলের দ্বিতীয় ডার্বিতে ১৯ ফেব্রুয়ারি খেলা ছিল দুই দলের। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল হাবাসের দল। এ বারও সেই ছন্দটাই ধরে রাখতে চান তিনি। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এ বার ছেড়ে কথা বলবে না। জেতার জন্য মরিয়া হয়েই নামবে তারা। অনুশীলনে ফুটবলারদের তাই বারবার সতর্ক করছেন হাবাস। তাঁর লড়াইটা লাল-হলুদের কোচ ম্যানুয়েল দিয়াজের সঙ্গে। দুজনেই স্পেনের মানুষ। স্বদেশিয় প্রতিপক্ষকে মাত দিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এটিকে মোহনবাগানের কোচ।
আরও পড়ুন : Champions League: ম্যাঞ্চেস্টারকে শেষ ১৬য় নিয়ে গেলেন রোনাল্ডো





