লাল-হলুদের মন খারাপ বাড়িয়ে ব্রাইট চললেন ইংল্যান্ডে

ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব কভেন্ট্রি সিটিতে সই করলেন ব্রাইট। ২ বছরের চুক্তিতে সই করলেন তিনি। গত আইএসএলে নাইজেরিয়ান ফুটবলার লাল-হলুদ জার্সিতে নজরকাড়া পারফর্ম করেছিলেন

লাল-হলুদের মন খারাপ বাড়িয়ে ব্রাইট চললেন ইংল্যান্ডে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 10:00 AM

কলকাতা: ইনভেস্টর-ক্লাব টানাপড়েন অব্যাহত। মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ক্লাব। এসসি ইস্টবেঙ্গলের পুরো প্রক্রিয়া এখনও থমকে। দলগঠন যখন সমস্ত দলের শেষ পর্যায়ে, লাল-হলুদে শুরুই হয়নি। সমর্থকদের মন খারাপ বাড়িয়ে দিলেন ব্রাইট এনোবাখারে। এসসি ইস্টবেঙ্গলের জন্য এতদিন অপেক্ষা করার পর অবশেষে ক্লাব ছাড়লেন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাব কভেন্ট্রি সিটিতে সই করলেন ব্রাইট। ২ বছরের চুক্তিতে সই করলেন তিনি। গত আইএসএলে নাইজেরিয়ান ফুটবলার লাল-হলুদ জার্সিতে নজরকাড়া পারফর্ম করেছিলেন। ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের মধ্যেও লাল-হলুদের জন‌্য অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে যোগ দিলেন ইংল্যান্ডের ক্লাবে।

এ দিকে ইস্টবেঙ্গল কর্তাদের এ হেন আচরণে বেশ বিরক্ত লগ্নিকারী সংস্থা। চুক্তিপত্রে দ্রুত সইয়ের জন্য ক্লাবকে গত সপ্তাহেই চিঠি পাঠিয়েছিল ইনভেস্টর। কলকাতা লিগে লাল-হলুদের অংশগ্রহণের জন্য এখনও অপেক্ষা করছে আইএফএ। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে সেই কথা জানায় আইএফএ। বুধবার নিজেদের মধ্যে আলোচনায় বসবেন লগ্নিকারী সংস্থার কর্তারা। তারপর আইএফএ-কে চিঠির উত্তর দেবে তারা। লগ্নিকারী সংস্থা নিজেদের অবস্থানেই অনড় থাকছে। ক্লাব মূল চুক্তিপত্রে সই না করলে এক পাও এগোতে চাইছে শ্রী সিমেন্ট।

আরও পড়ুন:‘১৫ দিন পর বদলে যেতে পারে ভ্যারিয়েন্ট’, ডেল্টা প্লাস নিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর