CFL 2023: লিগেও অনবদ্য মোহনবাগান, আরও একটা জয়
Calcutta Football League: লিগে অন্য ম্যাচগুলির দিকে নজর দেওয়া যাক। ক্যালকাটা ফুটবল ক্লাব ২-১ ব্যবধানে হারাল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে।

এক দিন আগেই ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই বাংলাদেশ আর্মি ফুটবল টিমকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। লিগেও ছন্দ বজায় রইল। কলকাতা প্রিমিয়ার লিগ মরসুম শুরু হয়েছে বহুদিন আগেই। ধারাবাহিক ভালো খেলছিল মোহনবাগান। এ দিন ইউনাইটেড স্পোর্টসকে ২-০ ব্যবধানে হারাল সবুজ মেরুন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্দেশিকা অনুযায়ী এ বার প্রতিটি রাজ্য লিগ বিদেশিহীন। আর এতে লাভবান হচ্ছে ভারতীয় ফুটবল। বিশেষ করে বলা যায়, আক্রমণ ভাগে নতুন তারকা উঠে আসছেন। মোহনবাগানের সুহেল ভাট তেমনই একজন। লিগে নজর কাড়ছেন। গত ম্যাচে ডুরান্ড কাপেও অনবদ্য পারফর্ম করেছেন। এ দিন ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে অবশ্য মোহনবাগানকে প্রথম গোলের স্বাদ এনে দেন নংদম্বা নাওরেম। দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্ত সুহেল ভাট।
লিগে অন্য ম্যাচগুলির দিকে নজর দেওয়া যাক। ক্যালকাটা ফুটবল ক্লাব ২-১ ব্যবধানে হারাল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে। ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে গোলদুটি করেন শেখ সফিকুল ইসলাম ও দেবাশিস সর্দার। ডালহৌসির হয়ে এক গোল শোধ করেন আভাস কুন্ডু। ডায়মন্ডহারবার এফসি বনাম পিয়ারলেস ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। ডায়মন্ডহারবারের হয়ে গোল করেন রাহুল পাসওয়ান। অন্য ম্যাচে, সাদার্ন সমিতিকে ১-০ ব্যবধানে হারাল কালীঘাট মিলন সঙ্ঘ। ম্যাচের একমাত্র গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।





