ম্যান সিটির ইপিএল জেতার জন্য অপেক্ষা বাড়াল চেলসি

চেলসিকে (Chelsea) থামানো যাচ্ছে না। টমাস তুচেলের ছেলেদের জয়ের রথ তরতরিয়ে এগিয়ে চলেছে। এই ম্যাচে জিতলেই ম্যান সিটির প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ছিল। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়াল চেলসি। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City) ২-১ গোলে হারাল তুচেলের চেলসি।

| Updated on: May 09, 2021 | 2:09 PM
ম্যাচের শুরু থেকেই সিটির ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মত। (সৌজন্যে-টুইটার)

ম্যাচের শুরু থেকেই সিটির ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মত। (সৌজন্যে-টুইটার)

1 / 5
৪৪ মিনিটে ম্যান সিটির হয়ে প্রথম গোল করেন রহিম স্টার্লিং। (সৌজন্যে-টুইটার)

৪৪ মিনিটে ম্যান সিটির হয়ে প্রথম গোল করেন রহিম স্টার্লিং। (সৌজন্যে-টুইটার)

2 / 5
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফেরান হাকিম জিয়েখ। (সৌজন্যে-টুইটার)

৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফেরান হাকিম জিয়েখ। (সৌজন্যে-টুইটার)

3 / 5
অতিরিক্ত সময়ে চেলসিকে জয় এনে দেন মার্কো আলোন্সো।  (সৌজন্যে-টুইটার)

অতিরিক্ত সময়ে চেলসিকে জয় এনে দেন মার্কো আলোন্সো। (সৌজন্যে-টুইটার)

4 / 5
 ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এ বার মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি। (সৌজন্যে-টুইটার)

২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এ বার মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: