Chelsea: অবশেষে স্বস্তি পেল চেলসি
মোট ২.৫ বিলিয়ন পাউন্ড দিয়ে চেলসির মালিকানা কিনলেন টড বোয়েলি, মার্ক ওয়াল্টাররা। এ ছাড়াও অতিরিক্ত ১.৭৫ বিলিয়ন পাউন্ড স্টেডিয়াম খরচ করা হবে স্টেডিয়ামের পরিকাঠামো, মেয়েদের ফুটবল দল এবং চেলসির অ্যাকাডেমি ও ফাউন্ডেশনের জন্য।
লন্ডন: অবশেষে স্বস্তি ফিরল চেলসিতে (Chelsea)। কনসর্টিয়াম স্পনসরশিপের মাধ্যমে চেলসির মালিকানা কিনলেন কয়েকজন ব্যবসায়ী। যার অধিকাংশ স্টেক কিনেছেন বিশিষ্ট শিল্পপতী টড বোয়েলি। একই সঙ্গে ক্লিয়ারলেক ক্যাপিটাল, সুইস বিলিওনিয়ার হান্সজোয়ার্গ উইস, আমেরিকার শিল্পপতি মার্ক ওয়াল্টারও চেলসির স্বত্ব কিনেছেন। লস অ্যাঞ্জেলস ডজার্সের মালিক টস বোয়েলি। চেলসির ফুটবল ক্লাবের তরফ থেকে জানানো হয়, ‘চেলসি ফুটবল ক্লাবের মালিকানা কিনলেন টড বোয়েলি, ক্লিয়াললেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার ও হান্সজোয়ার্গ উইস।’ যাবতীয় কাগজপত্র এবং আইনি কাজ মে মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা চেলসি ফুটবল ক্লাবের। মে মাসের ৩১ তারিখেই ক্লাবের লাইসেন্স শেষ হয়ে যাবে। তার আগে চেলসির মালিকানা কয়েকজন শিল্পপতি মিলে কিনে নেওয়ায় স্বভাবতই স্বস্তিতে।
মোট ২.৫ বিলিয়ন পাউন্ড দিয়ে চেলসির মালিকানা কিনলেন টড বোয়েলি, মার্ক ওয়াল্টাররা। এ ছাড়াও অতিরিক্ত ১.৭৫ বিলিয়ন পাউন্ড স্টেডিয়াম খরচ করা হবে স্টেডিয়ামের পরিকাঠামো, মেয়েদের ফুটবল দল এবং চেলসির অ্যাকাডেমি ও ফাউন্ডেশনের জন্য।
Club Statement.
— Chelsea FC (@ChelseaFC) May 7, 2022
ইউক্রেনে হামলা চালানোয় রুশ বিনিয়োগকারী রোমান আব্রামোভিচ চেলসির মালিকানা ছাড়তে বাধ্য হয়েছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সুসম্পর্কের জেরেই চেলসির মালিকানা ছাড়তে তাঁকে বাধ্য করা হয়। এমনকি চেলসির ব্যাঙ্ক অ্যাকাউন্টও আটকে দেয় ব্রিটিশ সরকার। আব্রামোভিচ এর আগে বলছেন, ‘ক্লাবের প্রয়োজনেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছি। এখনও সেটাই মাথায় রাখছি। সাম্প্রতিক পরিস্থিতিতে চেলসির মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের পক্ষে এটাই ঠিক হবে বলে মনে হচ্ছে।’
আব্রাহামোভিচের আমলে ১৯টা ট্রফি জেতে চেলসি। আব্রামোভিচের উপর চাপ বাড়ার প্রধান কারণ হল, তিনি পুতিন ঘনিষ্ঠ এবং প্রধান পরামর্শদাতা। ব্রিটিশ সরকার এখনও আব্রাহামোভিচের উপর কোনও নিষেধাজ্ঞা না চাপালেও যে কোনও সময় তা বলবৎ হতে পারে, খুব ভালো করেই জানেন তিনি। তাই আগে থেকেই চেলসি বিক্রির সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ‘দ্রাবিড়ের উচিত ছিল সচিনকে ডাবল সেঞ্চুরি করতে দেওয়া’-মুলতান টেস্ট নিয়ে মুখ খুললেন যুবরাজ