Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo, EURO Cup 2024: জোড়া গোলে দুরন্ত ছন্দে রোনাল্ডো, টপকে গেলেন সিটির হালান্ডকে

Cristiano Ronaldo: চলতি মরসুমে ম্য়াঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডের ছিল ৩৯টা গোল। তা টপকে গেলেন রোনাল্ডো। আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে বলা হচ্ছিল, ইউরোপের সেরা লিগ থেকে সরে যাওয়ায় রোনাল্ডোর ছটা কমে যেতে পারে। বরং হচ্ছে উল্টোটাই।

Cristiano Ronaldo, EURO Cup 2024: জোড়া গোলে দুরন্ত ছন্দে রোনাল্ডো, টপকে গেলেন সিটির হালান্ডকে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 1:34 PM

লিসবন: কেরিয়ারের ১৬০তম গোল এল পেনাল্টি থেকে। ৩৮ বছরেও যে তাঁর ক্যারিশমা কমেনি, প্রমাণ করে দিচ্ছেন। প্রাক ইউরো কাপের (EURO Cup 2024) ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে করলেন জোড়া গোল। প্রতিপক্ষ যেই হোক না কেন, যে লিগেই খেলুন না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অপ্রতিরোধ্যই। যোগ্যতা পর্বের ম্যাচে ৫-০ জিতল পর্তুগাল। আর তিন গোল ব্রুনো ফের্নান্ডেজ, জোয়াও কান্সেলো, জোয়াও ফেলিক্সের। কাতার বিশ্বকাপের পর মনে হয়েছিল, সিআর সেভেনের আন্তর্জাতিক কেরিয়ার বোধহয় শেষের মুখে এসে গিয়েছে। সেই তিনিই কিনা নতুন করে ঝলসে উঠছেন। পরের ইউরো কাপ তো বটেই, বিশ্বকাপও যে পাখির চোখ, তাও দেখিয়ে দিচ্ছেন রোনাল্ডো। TV9Bangla Sports-এ বিস্তারিত।

ম্যাচের পাঁচ মিনিটে রোনাল্ডোর পেনাল্টি থেকেই ১-০ এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয় গোল আসে ১৫ মিনিটে। ফেলিক্সের থ্রু থেকে চমৎকার গোল করেন রোনাল্ডো। পর্তুগালের সেরা তারকাকে দুরন্ত ফর্মে দেখে খুশি কোচ মার্তিনেজ বলেছেন, ‘রোনাল্ডোর মতো অভিজ্ঞতা এই টিমে কারও নেই। ওর অভিজ্ঞতাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। টিমের সেরাটা বের করে আনার জন্য কী করা দরকার, সেটা আমরা খুব ভালো করে জানি। টিম হিসেবে যে দল খেলার সুযোগ পায়, ব্যক্তি নৈপুন্যও থাকে।’

সবচেয়ে বড় কথা হল, চলতি মরসুমে প্রথম ফুটবলার হিসেবে ৪০টা গোলও করে ফেললেন রোনাল্ডো। কেরিয়ারের ১২তম মরসুম এটা সিআর সেভেনের, যেখানে অন্তত ৪০টা গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। চলতি মরসুমে ম্য়াঞ্চেস্টার সিটির আর্লিং হালান্ডের ছিল ৩৯টা গোল। তা টপকে গেলেন রোনাল্ডো। আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে বলা হচ্ছিল, ইউরোপের সেরা লিগ থেকে সরে যাওয়ায় রোনাল্ডোর ছটা কমে যেতে পারে। বরং হচ্ছে উল্টোটাই। সৌদির ক্লাবের হয়ে যেমন ছন্দে রয়েছেন, পর্তুগালের হয়েও তেমনই। রোনাল্ডো পরিশ্রম আর প্রতিভা দিয়ে যেন বুঝিয়ে দিতে চাইছেন, বিশ্ব ফুটবলে তাঁর রাজত্ব এখনই থামবে না।