Cristiano Ronaldo: যাত্রা এখানেই শেষ নয়, ২০২৪ ইউরো পর্যন্ত খেলতে চান রোনাল্ডো
ফুটবল জগতে আরও দুটো বছর হেসেখেলে কাটিয়ে দিতে চান। জিততে চান কেরিয়ারের দ্বিতীয় ইউরো চ্যাম্পিয়নশিপ।
লন্ডন: বয়স ৩৭ বছর। কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর কতদিন খেলবেন তিনি? কাতার বিশ্বকাপ শেষে কি বুটজোড়া তুলে রাখবেন? উত্তর দিলেন খোদ রোনাল্ডো। জানিয়ে দিলেন, এখনই থামছেন না। বাইশের ফুটবল বিশ্বকাপের পরই অবসরের (Retirement) কথা ভাবতে চান না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড। তাঁর লক্ষ্য আরও অনেক দূর। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। ফুটবল জগতে আরও দুটো বছর হেসেখেলে কাটিয়ে দিতে চান। জিততে চান কেরিয়ারের শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ (2024 Euro)।
২০২৪ সাল অর্থাৎ ততদিনে রোনাল্ডোর বয়স গিয়ে দাঁড়াবে ৩৯ বছর। জাতীয় দলে ঝাঁক ঝাঁক তরুদের ভিড়েও জায়গা করে নিতে সমস্যা হবে না। আশাবাদী তিনি। বললেন, “যাত্রাপথের শেষ এখানেই নয়। ক্রিসের সঙ্গে তোমাদের আরও কিছুদিন কাটাতে হবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিতে চাই। ২০২৪ সালের ইউরোতেও খেলব। নিজেকে ভীষণ মোটিভেটেড লাগছে। আমার লক্ষ্য অনেক দূর।” পর্তুগালের হয়ে ১৮৯টি ম্যাচে ১১৭ গোল। কাতার বিশ্বকাপ দেশের হয়ে দশম মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন রোনাল্ডো। তার আগে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে সম্মানিত করা হল দেশ তথা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। সেখানেই আগামীর লক্ষ্য বিশ্ববাসীকে জানিয়ে দিলেন।
গতবছর সেপ্টেম্বর মাসে ইরানের কিংবদন্তি আলি দায়ীর ১০৯ গোলের রেকর্ডকে ছাপিয়ে যান রোনাল্ডো। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলস্কোরার তিনি। দেশকে ইউরো চ্যাম্পিয়নশিপের খেতাব তুলে দিয়েছেন। কাতারে কেরিয়ারের শেষ বিশ্বকাপে পর্তুগালের হাতে সোনালি ট্রফি তুলে দিতে চান। বিশ্বকাপে ২৪ নভেম্বর পর্তুগাল অভিযান শুরু করছেন ঘানার বিরুদ্ধে। ২ ডিসেম্বর পর্তুগাল গ্রুপ এইচ-এর শেষ ম্যাচ দক্ষিণ কেরিয়ার বিরুদ্ধে খেলবে।