East Bengal: ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে? কোচ কার্লেস কুয়াদ্রাত যা বললেন…

East Bengal, Carles Cuadrat: ইমামি আর্ট গ্যালারিতে অভিনব কায়দায় ইস্টবেঙ্গল দলের আত্মপ্রকাশ করা হয়। পুরো স্কোয়াড, কোচ, সাপোর্ট স্টাফের সঙ্গে ক্লাব এবং ইমামি কর্তারাও ফটোসেশন করেন। দীর্ঘ এক যুগ পর অবশেষে গত মরসুমে সর্বভারতীয় স্তরের ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। নতুন মরসুমে ট্রফি জয়ের সংখ্যা বাড়াতে চান লাল-হলুদ কোচ।

East Bengal: ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে? কোচ কার্লেস কুয়াদ্রাত যা বললেন...
Image Credit source: OWN PHOTOGRAPH
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2024 | 8:53 PM

কলকাতা: নতুন মরসুম শুরুর আগে অভিনব কায়দায় ইস্টবেঙ্গল টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। কোচ কার্লেস কুয়াদ্রাত, অধিনায়ক ক্লেটন সিলভাসহ পুরো দলের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব এবং ইমামি কর্তারাও। নতুন মরসুমেও ট্রফি জয়ের সংকল্প লাল-হলুদ কোচের। আইএসএলের প্রথম ছয় নিশ্চিত করা টার্গেট ক্লেটনের। ষষ্ঠ বিদেশি এখনও চূড়ান্ত হয়নি। ১৪ তারিখ এসিএল টু কোয়ালিফায়ারের আগেই ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে চান কুয়াদ্রাত। যদিও বেশি তাড়াহুড়ো চাইছেন না ইস্টবেঙ্গল কোচ। কলকাতা লিগের দল থেকে এবারও কয়েকজনকে পছন্দ লাল-হলুদ কোচের।

ইমামি আর্ট গ্যালারিতে অভিনব কায়দায় ইস্টবেঙ্গল দলের আত্মপ্রকাশ করা হয়। পুরো স্কোয়াড, কোচ, সাপোর্ট স্টাফের সঙ্গে ক্লাব এবং ইমামি কর্তারাও ফটোসেশন করেন। নতুন মরসুমে ট্রফি জয়ের সংখ্যা বাড়াতে চান লাল-হলুদ কোচ। মরসুম শুরুর আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বললেন, ‘এবারে আমাদের উপর সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। সমর্থকরা আমাদের উপর বিশ্বাস করতে শুরু করেছে। দলগঠনও বেশ ভালো হয়েছে। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। সব ধরণের প্রতিযোগিতার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত। ষষ্ঠ বিদেশি বাছাইয়ের কাজ চলছে। আশা করি, তা ঠিক সময়ে সম্পন্ন হবে। আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে। আশা করছি, ১৪ তারিখের আগে ষষ্ঠ বিদেশি বাছাইয়ের কাজ শেষ হয়ে যাবে। সেটার পর দেখতে হবে, ওই ফুটবলারের ভিসা সমস্যা কত দ্রুত মেটে। তারপরই বুঝতে পারব ১৪ তারিখের ম্যাচে সেই বিদেশিকে খেলাতে পারব কিনা।’

কুয়াদ্রাত এও বললেন, ‘এই দল আমার কাছে সেরা। চাপের মুহূর্তে আমাদের আসল পরীক্ষা। জয় বার করতে হবে। ডুরান্ড কাপই প্রথম অভিযান হতে চলেছে। চ্যালেঞ্জ তো থাকবেই। দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, মাদিহ তালাল আসায় দলের ধার বেড়েছে।’ বিভিন্ন জায়গায় প্রাক মরসুম প্রস্তুতির কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। শিলিগুড়ির পরিবেশ ভালো লেগেছিল কুয়াদ্রাতের। একটা সময় ভেবেছিলেন সেখানেও প্রাক মরসুম প্রস্তুতির কথা। তবে এই মুহূর্তে কলকাতার পরিবেশ যথেষ্ট ভালো।’

স্ট্রাইকিং ফোর্সে ক্লেটনের সঙ্গী গত মরসুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। গোল করার চাপ কি কিছুটা কমবে? ক্লেটনের উত্তর, ‘আমি বিষয়টাকে সহজ করে দেখতে চাই না। এখন দলে আমাদের এমন ফুটবলাররা এসেছে যারা আমাকে সাহায্য করতে পারে। বিভিন্ন পজিশনে খেলার মতো ফুটবলাররা আছে দলে। আমি এখানে শুধু নিজের কথা ভাবি না। দল হিসেবে দেখি।’

ইমামি কর্তা আদিত্য আগরওয়াল কোচ কার্লেস কুয়াদ্রাতকে ‘কুদরত’ বলে ডাকেন। গত মরসুম থেকে লাল-হলুদ জনতার নয়ণের মণি হয়ে উঠেছেন কুয়াদ্রাত। সমর্থকদের ম্যাজিশিয়ান এবারও স্বপ্ন দেখাতে তৈরি। ইমামি কর্তা আদিত্য আগরওয়াল বলেন, ‘২০২২ সালে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার সময় সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইস্টবেঙ্গলের সোনালী ইতিহাস ফিরিয়ে আনব। সুপার কাপ জয় আমাদের পরিশ্রমের ফসল। এএফসির মতো আসরে এবারে আমরা খেলব। এবছর অনেক শক্তিশালী দল গঠন করেছি, যাতে আরও বেশি সাফল্য আসে। একই সঙ্গে ডেভেলোপমেন্ট টিমের উপরেও আমাদের কাজ চলছে। ভারতীয় ফুটবলে আরও অনেক খেলোয়াড় সাপ্লাই করতে চাই আমরা।’