Mohun Bagan: মেসির বিরুদ্ধে খেলা বিশ্বকাপার জেমি ম্যাক্লারেনকে সই করাল মোহনবাগান
Jamie MacLaren: বাগান শিবিরে এ বার অজি ত্রয়ীতে থাকবে বিশেষ নজর। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও জেমি ম্যাক্লারেন তিন জন অস্ট্পেলিয়ার জার্সিতে শেষ তিন বিশ্বকাপে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এ বার তাঁদের এক ক্লাবের হয়ে খেলার পালা। মোহনবাগানের জার্সিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন জেমি।
কলকাতা: গত কয়েকদিন ধরে তাঁর বাগান শিবিরে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। সোমবার দুপুরে হল সব জল্পনার অবসান। ৫ বারের সোনার বুট জয়ী অস্ট্রেলিয়ার বিশ্বকাপর জেমি ম্যাক্লারেনকে সই করাল মোহনবাগান (Mohun Bagan)। লিওনেল মেসির বিরুদ্ধে বিশ্বকাপে খেলা অজি তারকা ৪ বছরের চুক্তিতে সই করলেন সবুজ-মেরুনে। এ বার জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের সঙ্গে ম্যাক্লারেনের (Jamie MacLaren) মাঠে নামার পালা। ২৮ জুলাই কলকাতায় আসছেন জেমি। দলের বাকিদের সঙ্গে ২৯ জুলাই মোহনবাগাব দিবসে প্রাক-মরসুম অনুশীলনে নেমে পড়বেন জেমিও।
বাগান শিবিরে এ বার অজি ত্রয়ীতে থাকবে বিশেষ নজর। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও জেমি ম্যাক্লারেন তিন জন অস্ট্পেলিয়ার জার্সিতে শেষ তিন বিশ্বকাপে সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এ বার তাঁদের এক ক্লাবের হয়ে খেলার পালা। মোহনবাগানের জার্সিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন জেমি। তাঁর কথায়, ‘ইয়ান ইউম যখন আইএসএলে খেলতেন , তখন আমি অস্ট্রেলিয়ার এক স্পোর্টস চ্যানেলে ভারতের ফুটবল ম্যাচগুলো দেখতাম। বেশ কয়েকজন বিশ্ব বিখ্যাত ফুটবলারকে খেলতেও দেখেছি। মোহনবাগানে আমার যোগ দেওয়ার নেপথ্যে রয়েছে, এই ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছাশক্তি। যা আমার মানসিকতার সঙ্গে মেলে।’
সেখানেই থেমে থাকেননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমি অনেক কিছু পেয়েছি। অনেক সম্মান অর্জন করেছি। দেশের বাইরে তাই আমি এমন একটা দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম, যে টিমের ফুটবলার ও স্টাফরা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। মোহনবাগান টিমটার প্রতি সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আমাকে এই ক্লাবের প্রতি টেনেছে।’
The wait is over! 🐐is 💚♥️!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/r0bZ1KOPNe
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 22, 2024
অস্ট্রেলিয়ার এ লিগের ইতিহাসে জেমি ম্যাক্লারেন সর্বাধিক ১৫৪টি গোল করেছেন। ৫ বার গোল্ডেন বুটও জিতেছেন তিনি। মোহনবাগানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, কলকাতা ডার্বিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, ‘কলকাতা ডার্বির সঙ্গে আমি ভালো মতোই পরিচিত। আমি এই ম্যাচ এর আগেও দেখেছি। একটা স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে খেলা প্রতি প্লেয়ারের স্বপ্ন। আমি জানি মোহনবাগানের সমর্থকদের কাছে ডার্বির আবেগ ও মাহাত্ম আলাদা।’