FIFA World Cup 2022: হাতে এমবাপের পুতুল, ফরাসি তারকাকে ট্রোল করেই চলেছেন মার্টিনেজ
হুগো লরিসের ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দেশে ফিরেও এমবাপেকে নিয়ে ট্রোল করা ছাড়লেন না মার্টিনেজ।

বুয়েনস আইরেস: বিশ্বকাপ (FIFA World Cup) জয়ের স্বপ্ন পূরণ করে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। বিমানবন্দর থেকে হুডখোলা বাসে করে আর্জেন্টিনা ফুটবল সংস্থার কার্যালয়ে যান জুলিয়ান আলভারেজরা। ভোর রাত থেকে মেসিদের দেখার জন্য অপেক্ষায় ছিলেন কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক। বুয়েনস আইরেসের রাস্তায় তিল ধরার মতো জায়গা ছিল না। বিশ্ব চ্যাম্পিয়নদের এক ঝলক দেখার জন্য ছিল চাতকের মতো অপেক্ষা। রাস্তার পাশে দাঁড়িয়ে চ্যাম্পিয়নদের কুর্নিশ জানায় আর্জেন্টিনার সমর্থকরা। সেই হুডখোলা বাসে আর্জেন্টিনা ফুটবল সংস্থার কার্যালয়ে যাওয়ার পথে, কোলে এক শিশু পুতুল নিয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। তাঁর হাতে থাকা পুতুলের মাথায় লাগানো ছিল এমবাপের মুখের এক ছবি। নেটিজ়েনদের নজর এড়ায়নি এই পুতুল। দেখে নিন সেই ছবি TV9Bangla-র এই প্রতিবেদনে।
এমবাপেকে নিয়ে বিদ্রুপ করেই চলেছেন ডিবু। এর আগে বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টিনার ড্রেসিং রুমে সেলিব্রেশনে মেতে ওঠেন লা-আলবিসেলেস্তেরা। সেখানেই সতীর্থদের কাঁধে হাত নিয়ে নাচ করতে করতে এমিলিয়ানোকে বলতে শোনা যায়, ‘এক মিনিট নীরবতা এমবাপের জন্য, যিনি আর ‘আমাদের’ মধ্যে নেই।’ এমিলিয়ানোর এই নাচের ভিডিয়ো আগেই ভাইরাল হয়েছিল। অনেকেই এমির এই ধরণের আচরণের তীব্র নিন্দা করেছেন।
এ বার দেশে ফিরেও এমবাপেকে নিয়ে ট্রোল করা ছাড়লেন না মার্টিনেজ। হুডখোলা বাসে লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে ছিলেন এমি। খালি গায়ে, বাচ্চাকে কোলে নেওয়ার মতো করে একটি পুতুল ধরেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো। তাঁর চোখে ছিল কালো সানগ্লাস। মাথায় টুপি। এবং গলায় বিশ্বকাপ জয়ের জন্য পদক। আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়তে থাকেন এমিলিয়ানো। আর অপর হাতে ছিল একটি শিশু পুতুল। তাতে লাগানো ছিল এমবাপের ছবি। এমি এক প্রকার বগল দাবা করে রেখেছিলেন সেই পুতুলটি।
Emiliano Martinez held a baby doll with Kylian Mbappe’s face stuck to it during Argentina’s World Cup trophy parade in Buenos Aires.@emimartinezz1 #FIFAWorldCup pic.twitter.com/nb2yF1y2AQ
— Suman Ghosh (@sngh2000) December 21, 2022
এমবাপে আর এমির যেন একটা আলাদাই ঠাণ্ডা লড়াই চলছে। বিশ্বকাপ ফাইনালের আগে এমবাপে বলেছিলেন, “ইউরোপে আমরা সুবিধা পাই। এখানে সব সময় উচ্চ পর্যায়ের ম্যাচ খেলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি নেশনশ লিগ। যখন আমরা বিশ্বকাপ খেলতে নামি, তখন আমরা তৈরি থাকি। দেখতে গেলে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা এই পর্যায়ে খেলে না। ওখানকার ফুটবল ইউরোপের মতো এগিয়ে নেই আর। সে জন্যই বিগত বিশ্বকাপগুলি ইউরোপের দলগুলোই জিতছে।” এমবাপেকে উত্তর না দিয়ে থাকতে পারেননি এমি। প্রেস কনফারেন্সে এমি বলেছিলেন, “এমবাপে ফুটবলের ব্যাপারে বেশি কিছু জানেই না। ও জীবনে দক্ষিণ আমেরিকায় খেলেওনি। ওর যখন খেলার কোনও অভিজ্ঞতাই নেই, তখন ওর মুখটা বন্ধ রাখাই ভালো। কিন্তু ওর কথায় আমাদের কিছু যায় আসে না। আমরা দারুণ দল। এ ভাবেই আমরা পরিচিতি পেয়েছি।”





