আইএসএলে পরপর দু ম্যাচে হার বেঙ্গালুরু এফ সির
এটিকে মোহনবাগানের পর জামশেদপুরের কাছে হারতে হল সুনীল ছেত্রীদের।
৭৯ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন ইজে
দুরন্ত গোলকিপিং করে ম্যাচের সেরা হন জামশেদপুর গোলকিপার রেহনেশ
বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের তালিকায় ৩ নম্বরে উঠে এল জামশেদপুর