Al Nassr: বিপাকে রোনাল্ডোর ক্লাব, আল নাসেরকে নির্বাসিত করল ফিফা!
FIFA: সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরকে (Al Nasser) ব্যান করেছে ফিফা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব এ বার পড়েছে মহা বিপাকে।
রিয়াধ: ফিফার নির্বাসনের (FIFA Ban) কোপ পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরকে (Al Nassr) ব্যান আগামী তিন মরসুমের জন্য ব্যান করল। ফিফার এই নির্দেশে বলা হয়েছে, ট্রান্সফার ব্যানের শাস্তি হল আন নাসেরের। যে কারণে আগামী তিন মরসুম রোনাল্ডোর দল আর কোনও নতুন ফুটবলারকে নিতে পারবে না। কিন্তু কেন ফিফা নির্বাসিত করল আল নাসেরকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে আল নাসেরে লিস্টার সিটি থেকে যোগ দিয়েছিলেন নাইজেরিয়ার ফুটবলার আহমেদ মুসা। চুক্তি অনুযায়ী, ট্রান্সফারের পরেও অতিরিক্ত অর্থ হিসেবে লিস্টার সিটিকে তিন লক্ষ ৯০ হাজার পাউন্ড বা চার কোটি ১৮ লক্ষ টাকা দিতে হত সৌদির ক্লাব আল নাসেরকে। কিন্তু ওই সময় সেই টাকা আল নাসের লিস্টার সিটিকে দেয়নি। তাই লিস্টার সিটি অভিযোগ জানায় ফিফার কাছে। এরপর ২০২১ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। তাতেও কান দেয়নি আল নাসের। এরপর সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার পর ফিফা এই নির্দেশ দিয়েছে আল নাসেরকে।
এ বার আল নাসেরের সামনে ফিফার এই নির্বাসন থেকে রেহাই পাওয়ার জন্য কী উপায় রয়েছে?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের যদি এখন লেস্টার সিটিকে তাদের প্রাপ্য অর্থ দিয়ে দেয় তা হলে ফিফা এই ব্যান তুলে নিতে পারে। উল্লেখ্য, এই ফিফার নির্বাসনের আগে আল নাসের তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছে লুই কাস্ত্রোকে। এ ছাড়া ইন্টার মিলান থেকে এসেছেন মার্সেলো ব্রোজোভিচ। কিন্তু আর কোনও ফুটবলারকে এখন নিতে পারবে না আল নাসের।