ISL 2021-22: অভিনব ভাবনা হাবাসের, বাগানে এ বার ৩ অধিনায়ক
প্রীতম কোটালরাও (Pritam Kotal) বাকি দুই অধিনায়ক রয় কৃষ্ণা (Roy Krishna) আর শুভাশিস বসু (Subhasish Bose)। প্রীতম কোটাল আগেই দলনায়ক ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই ফুটবলারকে অধিনায়কের তালিকায় যোগ করেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। নতুন মরসুমে এই তিন ফুটবলারই এ বার নেতৃত্ব দেবেন সবুজ-মেরুনকে। দলগত সংহতিতে জোর বাড়াতেই যৌথ নেতৃত্বের ভাবনা বাগান কোচের।
পানাজি: শুক্রবার আইএসএল (Indian Super League) অভিযানে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার আগে অধিনায়ক বেছে নিলেন কোচ হাবাস। সবুজ-মেরুনে এ বার তিন জন অধিনায়ক। ঘুরিয়ে ফিরিয়ে সেই তিন ফুটবলারের হাতেই উঠবে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড।
প্রীতম কোটালরাও (Pritam Kotal) বাকি দুই অধিনায়ক রয় কৃষ্ণা (Roy Krishna) আর শুভাশিস বসু (Subhasish Bose)। প্রীতম কোটাল আগেই দলনায়ক ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই ফুটবলারকে অধিনায়কের তালিকায় যোগ করেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। নতুন মরসুমে এই তিন ফুটবলারই এ বার নেতৃত্ব দেবেন সবুজ-মেরুনকে। দলগত সংহতিতে জোর বাড়াতেই যৌথ নেতৃত্বের ভাবনা বাগান কোচের।
প্রীতম কোটাল বলেন, ‘কোচ আমার উপর আবারও আস্থা রেখেছে। এটা অনেক বড় প্রাপ্তি। সবুজ-মেরুন জার্সিতে অধিনায়কত্ব করার সুযোগ বিশাল সম্মানের। আমাদের দলের দর্শন আলাদা। যার হাতেই ক্যাপ্টেন্স ব্যান্ড থাকুক না কেন, দলের সবাই-ই কার্যত অধিনায়ক। সবাই নিজেদের সমান দায়িত্ব নিয়ে সেরাটা উজাড় করে দেবে।’
টানা ২ বছর এটিকে মোহনবাগানে খেলার পর নেতৃত্বের দায়িত্ব পেলেন আরেক বঙ্গসন্তান শুভাশিস বসু। তিনি বলেন, ‘আমরা বাংলার ছেলে। সবুজ-মেরুন জার্সি পরে অধিনায়কত্বের সুযোগ অনেক আবেগের। কোচ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা অনেক সম্মানের। দায়িত্ব অনেকটাই বেড়ে গেল।’
কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ম্যাচের প্রস্তুতিও জোরকদমে চলছে বাগান শিবিরে। মূলত দলের সংগঠন আর রণনীতি তৈরিতেই জোর দিচ্ছেন হাবাস। সেট পিস অনুশীলনই এ বার অন্যতম হাতিয়ার হতে চলেছে বাগান কোচের। একই সঙ্গে উইং প্লে-তেও জোর দিচ্ছে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শুরুটা ভালো করাই এখন লক্ষ্য এটিকে মোহনবাগানের।