সেরা একাদশে উজ্জ্বল হীরা
আই লিগে (I League) সাদা-কালো জার্সিতে দুরন্ত পারফর্ম করেছেন লেফট ব্যাক হীরা মণ্ডল (Hira Mondal)। ২টো গোলও করেছিলেন তিনি। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে আই লিগে ছয় নম্বরে শেষ করেছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)।
কলকাতা: আই লিগের সেরা একাদশ বাছল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এগারো জনের দলে একমাত্র বাঙালি হীরা মণ্ডল (Hira Mondal)। কলকাতার মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) থেকে একমাত্র হীরাই ঠাঁই করে নিয়েছেন ফেডারেশনের সেরা একাদশে। আই লিগে (I League) সাদা-কালো জার্সিতে দুরন্ত পারফর্ম করেছেন লেফট ব্যাক হীরা মণ্ডল (Hira Mondal)। ২টো গোলও করেছিলেন তিনি। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে আই লিগে ছয় নম্বরে শেষ করেছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। বছর তিনেক আগে কলকাতা লিগে দুরন্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন হীরা মণ্ডল (Hira Mondal)। ইস্টবেঙ্গলের (East Bnegal) তৎকালীন কোচ আলেসান্দ্রো তাঁকে নিয়ে আনেন লাল-হলুদে। তবে ৫টার বেশি ম্যাচ খেলতে পারেননি হীরা। তারপর মহমেডানে গিয়ে ফের লড়াই চালান হীরা মণ্ডল।
আরও পড়ুন: রোনাল্ডোর বিতর্কিত আর্মব্যান্ড বিক্রি হল বিপুল অর্থে
ট্রাউয়ের ৪ ফুটবলার জায়গা করে নিয়েছেন ফেডারেশনের সেরা একাদশে। আই লিগের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরালা এফসির ৩ ফুটবলার রয়েছেন এগারো জনের দলে। চার্চিলের ২ ফুটবলার এবং রাউন্ডগ্লাস পঞ্জাবের ১ ফুটবলার রয়েছেন সেরা একাদশে।
Presenting the Hero I-League 2020-21 ???? ?? ??? ??????! ? ?
Whom would you pick to captain this side? #HeroILeague ? #LeagueForAll ? #IndianFootball ⚽ pic.twitter.com/UrLR44ViqD
— Hero I-League (@ILeagueOfficial) April 1, 2021
আই লিগের টপ স্কোরার বিদ্যাসাগর সিং রয়েছেন সেরা একাদশে। ট্রাউয়ের বাকি ৩ ফুটবলার হলেন- ফাল্গুনী খোনসাম, কোমরন তুরসনভ এবং হেল্ডার লোবাটো। গোকুলমের ডেনিস অ্যান্টউই, দীপক দেবরানি এবং এমিল বেনি জায়গা করে নিয়েছেন এগারো জনের দলে। চার্চিলের সুরেশ মিতেই এবং কিংসলে ফার্নান্ডেজ রয়েছেন। গোলকিপার কিরন লিম্বু রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির ফুটবলার।