ISL 2024-25: ইস্টবেঙ্গলের অনুশীলনে গরহাজির হেক্টর, বিষ্ণুর প্রশংসায় কোচ

East Bengal vs Chennaiyin FC: জল্পনা তৈরি হলেও, অনুশীলন শেষে কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন চিন্তার কিছু নেই। যা অবশ্যই স্বস্তি দিল সমর্থকদের। মাঝে সাউল ক্রেসপোকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন লাল-হলুদ অধিনায়ক।

ISL 2024-25: ইস্টবেঙ্গলের অনুশীলনে গরহাজির হেক্টর, বিষ্ণুর প্রশংসায় কোচ
Image Credit source: EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 8:38 PM

কলকাতা: নর্থ ইস্ট ম্যাচ অতীত। লক্ষ্য এখন চেন্নাই ম্যাচে। নর্থ ইস্টকে হারিয়ে আইএসএলে প্রথম জয়ের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। শনিবার চেন্নায়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করল লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার চেন্নাই রওনা দিচ্ছে দল। অনুশীলনে দেখা যায়নি দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। তা নিয়ে অবশ্য জল্পনা তৈরি হলেও, অনুশীলন শেষে কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন চিন্তার কিছু নেই। যা অবশ্যই স্বস্তি দিল সমর্থকদের। মাঝে সাউল ক্রেসপোকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন লাল-হলুদ অধিনায়ক।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, ‘হেক্টরকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা ম্যাচ খেলার ক্লান্তি কাটাতেই বিশ্রাম দেওয়া হয়। শনিবারের ম্যাচে খেলতে কোনও সমস্যা নেই।’ নর্থ ইস্ট ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দেন পিভি বিষ্ণু। নন্দ-মহেশদের অভাব বুঝতেই দেননি তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে বিষ্ণুর প্রশংসা করেন অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘আমি কখনও অজুহাত দিতে চাই না। যে যখন মাঠে নামবে, তাকে প্রমাণ করতে হবে। কেউ না থাকলে, অন্য কাউকে সেই দায়িত্ব নিতে হবে। তাই কার্ড সমস্যায় কাউকে না পাওয়া গেলে অজুহাত দেওয়ার জায়গা থাকবে না। বিষ্ণু নিজেকে প্রমাণ করেছে। শুধু ম্যাচের দিনই নয়, অনুশীলনেও প্রত্যেককে প্রমাণ করতে হবে। ফুটবলারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা জরুরি। ‘

চেন্নাইয়ের সমর্থক নয়, আর্দ্রতাকে সমীহ করছেন অস্কার ব্রুজো। যে কোনও জায়গা থেকে ৩ পয়েন্টের জন্যই ঝাঁপাতে চান লাল-হলুদ কোচ। অস্কার বলেন, ‘ওদের কোচ বেশ অভিজ্ঞ। মোহনবাগানের বিরুদ্ধে জিততে না পারলেও, ওরা ভালো ফুটবল খেলেছে।’ বৃহস্পতিবার অনুশীলনে উইং প্লে-তে বিশেষ জোর দিতে দেখা গেল ইস্টবেঙ্গল কোচকে। মাদিহ তালাল-দিমিত্রিয়াস ডায়ামান্টাকোস-সাউল ক্রেসপো ত্রিফলাতে ভর করে অ্যাওয়ে ম্যাচেও তিন পয়েন্ট তোলার আশায় লাল-হলুদ ব্রিগেড।