রেকর্ড ভাঙা আইপিএলে দাম পেলেন না স্মিথ
এ বারের নিলামে পকেটে সবচেয়ে টাকা ছিল প্রীতি জিন্টার টিমের। ২৪ বছরের অস্ট্রেলিয়ান ঝাই রিচার্ডসন ১৪ কোটিতে নিল তারা
কলকাতা: আইপিএল-১৪-র নিলাম যেন যাবতীয় রেকর্ড ভেঙেচুরে দিচ্ছে! ১৪ কোটি বা তার বেশি টাকায় বিক্রি হলেন চারজন। ৫ থেকে ১০ কোটির মধ্যে ছ’জন। মিনি নিলামে যে এত টাকা উড়বে, কেউই ভাবেনি। অলরাউন্ডার ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। আইপিএলের দুনিয়ায় একদম অপরিচিত মুখ অস্ট্রেলিয়ার বোলার-অলরাউন্ডার রাইলি মেরেডিথকে ৮ কোটিতে তুলে নিল পঞ্জাব কিংস। এই রকম চমকে দেওয়া দর এক দিকে যেমন, তেমনই নিলামে হতাশাজনক পারফরম্যান্স স্টিভ স্মিথের। রাজস্থানের ছেড়ে দেওয়া বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে মাত্র ২.২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
View this post on Instagram
প্রতিবারই নিলামের আগে যাঁদের নিয়ে হইচই হয়, তাঁরা শেষ পর্যন্ত তেমন বাজার পান না। ঠিক যেমন ধারণাই ছিল না ক্রিস মরিসকে নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে। গতবার চোট থাকায় সে ভাবে খেলতে পারেননি। কিন্তু এ বার তাঁর জন্য সব টিমই ঝাঁপিয়ে ছিল টাকার থলি নিয়ে। আগামী মরসুমে রাজস্থানের হয়ে খেলবেন তিনি।
বৃহস্পতিবার চেন্নাইয়ের নিলামে চমক অবশ্য নিউজিল্যান্ডের কাইল জেমিসন। সবে আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন কিউয়ি পেসার। ৬ ফুট ৮ ইঞ্চির এই ক্রিকেটারের জন্য তীব্র লড়াই চলল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত ১৫ কোটিতে তাঁকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এতেই থামেনি বিরাটের টিম। গ্লেন ম্যাক্সওয়েলের জন্য তারা নেমেছিল টাকার থলি নিয়ে। পাঞ্জাব থেকে আসা ম্যাক্সি বরাবরই নিলামের মুখ্য আকর্ষণ হয়ে ওঠেন। এ বারও তাঁকে নিয়ে টানাটানি হয়েছে। আরসিবি প্রতিবারই ব্যাটসম্যান নির্ভর টিম করে। যে কারণে শেষ পর্যন্ত ডুবতেও হয়। অতীত শিক্ষা নিয়ে বিরাটরা এ বার টিমের প্রয়োজন মতো দল গোছালেন। ম্যাক্সিকেও তুলল আরসিবি।
View this post on Instagram
এ বারের নিলামে পকেটে সবচেয়ে টাকা ছিল প্রীতি জিন্টার টিমের। ২৪ বছরের অস্ট্রেলিয়ান ঝাই রিচার্ডসন ১৪ কোটিতে নিল তারা। তবে পঞ্জাব চমক দিল আনকোরা রাইলি মেরেডিথকে তুলে। অস্ট্রেলিয়ান বোলার অলরাউন্ডার এখনও জাতীয় টিমের হয়ে খেলেননি। বিগ ব্যাশে এ বার চমত্কার খেলার সুফল অবশ্য পেয়ে গেলেন। ৪০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল যাঁর, ৮ কোটি টাকা দাম উঠল।
View this post on Instagram
আরও পড়ুন:অল্প পুঁজি নিয়েও বাজিমাত কেকেআরের
এ বার নিলামে সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি টানাটানি হওয়ার কথা ছিল স্টিভ স্মিথকে নিয়ে। অবাক করার ব্যাপার হল, স্মিথকে নিয়ে সে ভাবে আগ্রহই দেখালেন না ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের প্রথম দফাতেই তাঁর নাম উঠতেই দিল্লি ২.২০ কোটি টাকায় তুলে নেয়। তবে, মইন আলির ভালো দাম উঠল। বেঙ্গালুরুর ছেড়ে দেওয়া ইংলিশ স্পিনার অলরাউন্ডা মইনকে ৭ কোটি টাকায় তুলল চেন্নাই। টম কারানকে ৫.২৫ কোটিতে নিল শ্রেয়স আয়ারের দিল্লি।