সচিনের মুম্বইয়েই ছেলে অর্জুন
গতবার টিমের নেট বোলার। এবার প্রথম টিমের প্লেয়ার। ইটস শোটাইম, অর্জুন!
কলকাতা: আইপিএলের নিলামে বাছাই ক্রিকেটারদের তালিকায় জায়গা পাওয়ার পর থেকেই আগ্রহ ছিল তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত বাবা সচিন তেন্ডুলকরেরই (Sachin Tendulkar) পুরোনো আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ঢুকে পড়লেন অর্জুন (Arjun Tendulkar)।
View this post on Instagram
চেন্নাইয়ে আইপিএল-১৪-র নিলানে শেষ নাম ছিল অর্জুনেরই। তাঁর নাম উঠতেই মুম্বইয়ের বোলিং কোচ জাহির খান তাঁকে নেওয়ার জন্য বিড করেন। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই তাঁকে কিনে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুম্বইয়ের হয়ে বয়সভিত্তিক নানা টিমে খেলেছেন অর্জুন। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেও খেলেছেন। ক’দিন আগে মুম্বইয়ে সিনিয়র টিমের হয়ে অভিষেক হয়েছে অর্জুনের। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি গ্রুপ লিগের শেষ দুটো ম্যাচ খেলে নিয়েছিলেন দুটো উইকেট। তার পরই আইপিএল খেলা নিয়ে সম্ভাবনা তৈরি হয় অর্জুনের।
Cricket in his blood. Refined in the nets. Now ready to take the 22-yards by storm ?
Welcome home, Arjun Tendulkar!#OneFamily #MumbaiIndians #IPLAuction pic.twitter.com/jncjVF64Lh
— Mumbai Indians (@mipaltan) February 18, 2021
বাঁ হাতি অলরাউন্ডার হিসেবে জুনিয়র পর্যায়ে অর্ডুন বেশ সফল। সেই কারণেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিল। আইপিএল টিমগুলো থেকে প্রতি বছরই তরুণ প্রতিভা উঠে আসে। অর্জুনের মধ্যেও প্রতিভা দেখতে পাচ্ছে ক্রিকেটমহল। ক’দিন আগে পুলিশ শিল্ডের ফাইনালে এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ২৬ বলে ৭৭ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৩টি উইকেট। এই অর্জুনকে নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স টুইট করেছে, ওয়াংখেড়েতে আগে বলবয় ছিল। গতবার টিমের নেট বোলার। এবার প্রথম টিমের প্লেয়ার। ইটস শোটাইম, অর্জুন!