Calcutta Football League: লিগের ডার্বি হোক নইমের নামে, প্রস্তাব মোহনবাগানের

Kolkata Derby- Syed Nayeemuddin: মোহনবাগানের প্রস্তাব, দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত কোচ সৈয়দ নইমউদ্দিনের নামে হোক এ বারের কলকাতা লিগের বড় ম্যাচ। অর্থাৎ নইমের বেনিফিট ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। কলকাতা ডার্বি থেকে বিক্রিত টিকিটের সমস্ত অর্থ দান করা হোক দ্রোণাচার্য কোচকে। এমনই প্রস্তাব সবুজ মেরুনের। এর নেপথ্যে মহৎ কারণও রয়েছে। আইএফএ-কে দেওয়া মোহনবাগানের এই প্রস্তাব নানা অর্থেই গুরুত্বপূর্ণ।

Calcutta Football League: লিগের ডার্বি হোক নইমের নামে, প্রস্তাব মোহনবাগানের
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 6:56 PM

কলকাতা: এ বারের কলকাতা লিগের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান। তবে কলকাতা লিগের ডার্বি এখনও বাকি। সুপার সিক্সে ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হওয়ার আগেই লিগ জিতে গিয়েছে সাদা-কালো। পরপর তিন বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছে মহমেডান স্পোর্টিং। ডার্বি বাকি থাকলেও লিগের আকর্ষণ অনেকটা কমে গিয়েছে। কলকাতা লিগের বড় ম্যাচ কবে হবে তা এখনও ঠিক করেনি আইএফএ। এমনকি লিগের বড় ম্যাচ কোথায় হবে তাও ঠিক হয়নি। কারণ ভেনু ঠিক করার পাশাপাশি পুলিশের অনুমতিও প্রয়োজন। কলকাতা লিগের বড় ম্যাচের গুরুত্ব বাড়াতে অভিনব প্রস্তাব মোহনবাগানের। সোমবারই আইএফএ-কে চিঠি দিল সবুজ-মেরুন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মোহনবাগানের প্রস্তাব, দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত কোচ সৈয়দ নইমউদ্দিনের নামে হোক এ বারের কলকাতা লিগের বড় ম্যাচ। অর্থাৎ নইমের বেনিফিট ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। ডার্বি থেকে বিক্রিত টিকিটের সমস্ত অর্থ দান করা হোক দ্রোণাচার্য কোচকে। এমনই প্রস্তাব মোহনবাগানের। এর নেপথ্যে কারণও রয়েছে। মোহনবাগানের এই প্রস্তাব নানা অর্থেই গুরুত্বপূর্ণ।

চূড়ান্ত অর্থাভাবে ভুগছেন নইমউদ্দিন। কলকাতার বাড়ি ঘর বিক্রি করে চলে গিয়েছেন হায়দরাবাদে। স্ত্রী মারা গিয়েছেন। তাই হায়দরাবাদেই মেয়ের কাছে পাকাপাকি ভাবে চলে গিয়েছেন নইম। কলকাতার তিন প্রধানেই কোচিং করিয়েছেন। পেয়েছেন অনেক সম্মানও। এখন অর্থাভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় অর্জুন সম্মানপ্রাপ্ত কোচের পাশে দাঁড়াতে আইএফএ-কে অনুরোধ মোহনবাগানের। কয়েকদিন আগেই সন্তোষ ট্রফি অভিযানের আগে বাংলা দলের অনুশীলনে হাজির হয়ে শঙ্কর, জীতেনদের উদ্বুদ্ধ করে যান নইম। মোহনবাগানের প্রস্তাব আইএফএ মানবে কিনা তা সময়ই বলবে। মঙ্গলবার আইএফএ-র বৈঠক রয়েছে। সেখানেই হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে।