মেসি ম্যাজিকে লা লিগায় টানা ৭ ম্যাচে জয় বার্সার
লা লিগায় (La Liga) নিজের মাইলস্টোন ম্যাচে মেসি ম্যাজিক । আলাভেসকে (Alaves) ৫-১ গোলে হারাল বার্সেলোনা (Barcelona)। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রোনাল্ড কোমানের দল। লা লিগায় টানা ৭ ম্যাচে জিতলেন মেসিরা।
Most Read Stories