আই লিগের প্রথম ম্যাচেই মাঠে মহমেডান

এবারের আই লিগে অংশ নিচ্ছে ১১টা দল। আই লিগ শেষ হবে মার্চের শেষে।

আই লিগের প্রথম ম্যাচেই মাঠে মহমেডান
আই লিগের প্রথম ম্যাচে মহমেডানের সামনে নবাগত সুদেভা।
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 3:47 PM

TV9 বাংলা ডিজিটাল: আইএসএলের (INDIAN SUPER LEAGUE) মাঝেই আই লিগের( I LEAGUE) দামামা। ৯ জানুয়ারী শুরু হচ্ছে আই লিগ। আর ওই দিনই মাঠে নামছে মহমেডান(MOHAMMEDAN SPORTING)। মঙ্গলবার আই লিগের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সাত বছর পর আই লিগে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সাদা-কালো শিবিরের। প্রস্তুতি ম্যাচগুলোয় বা শিল্ডের প্রথম ম্যাচে দল যা পারফর্ম করেছে, তাতে এখন থেকেই আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মহমেডান সচিব ওয়াসিম আক্রম। কোচের পরামর্শ মেনে একজন স্বদেশি স্ট্রাইকার সই করাতে চান সাদা-কালো কর্তারা। জামশেদপুর এফ সি-র হয়ে আইএসএল খেলা তরুণ স্ট্রাইকার গৌরব মুখীকে সম্ভবত সই করাতে চলেছে মহমেডান। যুবভারতীতে হোসে হেভিয়ার দলের সামনে আই লিগের নবাগত দল সুদেভা এফ সি। আই লিগের প্রথম দিনেই তিন ম্যাচে মাঠে নামতে চলেছে ৬ দল।

কিশোরভারতী স্টেডিয়ামে আই লিগ

এই প্রথম মোহনবাগান-ইস্টবেঙ্গলের ছাড়াই হতে চলেছে আই লিগ। কলকাতার দুই প্রধানের অনুপস্থিতিতে আই লিগকে ভারতীয় ফুটবলে নতুন ফুটবলার তুলে আনার মঞ্চ হিসাবে দেখতে চাইছেন আই লিগ সিইও সুনন্দ ধর। যুবভারতী ছাড়াও কল্যাণী স্টেডিয়াম আর কিশোরভারতী স্টেডিয়ামে হবে আই লিগের ম্যাচগুলো। শহরের বুকে প্রথমবার কিশোরভারতীতে হতে চলেছে আই লিগ। সংস্কারের পর একেবারে ঝাঁ চকচকে কিশোরভারতী। কিছুদিন আগেই এই স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছেন আই লিগ সিইও। দিল্লি থেকে সুনন্দর ধর বলছেন,পরিকাঠামো বেশ ভালো। সংস্কারের কাজ শেষ হলে পরবর্তী সময়ে আন্তর্জাতিক ম্যাচও হতে পারে এই স্টেডিয়ামে।

আরও পড়ুন: একটা কিডনি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক অঞ্জু ববি জর্জের !

প্রতি ম্যাচে ২১ জনের স্কোয়াড

৯ জানুযারী শুরু হয়ে মার্চের শেষ পর্যন্ত চলবে এ বারের আই লিগ। কোভিড পরিস্থিতিতে ম্যাচে ৫টা করে পরিবর্ত নিতে পারবে দলগুলো। স্কোয়াডে রাখা যাবে ২১জন ফুটবলার। শহরের হোটেলে তৈরি হচ্ছে বায়ো বাবল। যেখানে ম্যাচের ১৪ দিন আগেই ঢুকে যেতে হবে দলগুলোকে। তিনটে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরই হোটেলে ঢুকতে পারবেন ফুটবলাররা। সেখানে প্রথম ৭ দিন নিজেদের ঘরেই থাকতে হবে। সেই সময়ে হবে আরও দুটো কোভিড টেস্ট। সব রিপোর্ট নেগেটিভ আসার পরই অষ্টম দিন থেকে মাঠে অনুশীলনে নামতে পারবে দলগুলো।

হোটেলে মেডিকেল সেন্টার

কোভিড পরিস্থিতিতে আরও একটা অভিনব উদ্যোগ নিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর রাজ্য ফুটবল সংস্থা। হোটেলের বায়ো বাবলের মধ্যেই আই লিগের দলগুলোর জন্য একটা মেডিকেল সেন্টার তৈরি করা হচ্ছে। ফুটবলারদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে সেখানে। ফলে ছোটখাট চোটের জন্য হাসপাতাল যেতে হবে না ফুটবলারদের।