আর্জেন্টিনার ব্যাঙ্কের নোটে এবার মারাদোনা !
আর্জেন্টিনার ব্যাঙ্ক নোটে মারাদোনার (Diego Maradona) ছবি ব্যবহার করার প্রস্তাব দিলেন সেদেশের এক সেনেটর (Argentine senator)। তাঁর উদ্দেশ্য দেশের সর্বকালের সেরা ফুটবল তারকাকে সম্মানিত করা।
TV9 বাংলা ডিজিটাল : ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা (Diego Maradona) আমাদের আলবিদা জানিয়েছেন ২৫ নভেম্বর। কিন্তু ফুটবল রাজপুত্রের অনুগামীরা কোনমতেই সেটা মেনে নিতে পারছেন না। তাঁকে ভুলতে পারছেন না। আর তাঁকে ভোলা সম্ভবও নয়। মারাদোনার ভক্তরা নানাভাবে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। এবার আর্জেন্টিনার এক সেনেটর (Argentine senator) নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। লা পাম্পা প্রদেশের সেনেটর, আর্জেন্টিনার নোটে (country’s bank notes) দিয়েগো মারাদোনার ছবি রাখার প্রস্তাব দিয়েছেন। তাঁর উদ্দেশ্য দেশের সর্বকালের সেরা ফুটবল তারকাকে সম্মানিত করা।
নরমা সোমবার সংসদে এই প্রস্তাবের কথা জানান। তিনি দিয়েগো মারাদোনার স্মৃতির উদ্দেশ্যে এই প্রস্তাব পেশ করেন।আর্জেন্টিনার এক হাজার-পেসো নোটের একদিকে মারাদোনার ছবি ও অন্য দিকে, বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’-এর ছবিটি রাখার কথা বলেন। বর্তমান এক হাজার-পেসো নোটটিতে আর্জেন্তিনার জাতীয় পাখি রুফস হর্ণেরোর ছবি রয়েছে। তার বদলে ফুটবল রাজপুত্রের ছবি নোটে ব্যবহার করে তাঁক সম্মান জানাতে চাইছেন নরমা। মারাদোনার ভক্তরাও এই দাবি তুলেছেন।
?? #Novaresio910 | La senadora Norma Durango conversó con @luisnovaresio y @maxilegnani del proyecto de incluir la imagen de Diego Maradona en los billetes de mil pesos. Además, destacó su postura a favor del aborto. https://t.co/k2TfnMMqba pic.twitter.com/382qe3Bkny
— Radio La Red AM 910 (en ?) (@radiolared) December 7, 2020
সেনেটর নরমা দুরঙ্গো বলেন, “এই সিদ্ধান্তে মারাদোনাকে জানানোর পাশাপাশি, দেশের অর্থনৈতিক বিষয়ও জড়িত।” যদিও লা পাম্পা প্রদেশের সেনেটরের প্রস্তাব এখনও গৃহীত হয়নি। আলোচনার পর এই প্রস্তাবে সম্মতি জানাতে পারে আর্জেন্তিনার সংসদ। ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলে আগামী বছরের শুরুর দিকে কাজ শুরু হবে। সিনেটর নরমা বলেন, “কয়েকজন এই প্রস্তাবের সঙ্গে একমত না হলেও, প্রকল্পটি সম্পর্কে দুর্দান্ত প্রতিক্রিয়া পাওয়া গেছে।”
ইতিমধ্যে, আর্জেন্টিনায় দিয়েগো মারাদোনার সমর্থকরা একটি প্রচার শুরু করেছেন। যেখানে তারা আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে দিয়েগো মারাদোনার ছবি দিয়ে যেন একটি নোট ছাপা হয়।
Supporters of Diego maradona in Argentina have started a campaign where they want to petition the central bank of Argentina to print out a note that has his face on it. @DavidLumansi nga obwedda tonantegezako pic.twitter.com/IET9PHTA0f
— Kimera Abdul (@AbdulKim01) December 7, 2020