গোলশূন্যভাবে শেষ হল লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ

ম্যান ইউয়ের আঁটোসাটো রক্ষণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লিভারপুলের আক্রমণভাগ। বরং দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোলরক্ষক আলিসন বেকার পরিত্রাতা না হয়ে উঠলে বিপদ বাড়তে পারত।

গোলশূন্যভাবে শেষ হল লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ
পোগবার শট রুখে দেন বেকার। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 6:40 PM

লিভারপুল: অমীমাংসিতই থাকল লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। অ্যানফিল্ডে ওলে গানার সোলসজায়েরের ট্যাকটিক্যাল লড়াইয়ের কাছে আটকে গেলেন জুর্গেন ক্লপ। সালাহ-মানে-ফিরমিনোদের যাবতীয় আক্রমণ রুখে দিল ম্যান ইউ ডিফেন্স।

আরও পড়ুন: গোয়ার ক্রসপিসে হারিয়ে গেল এডুর দুরন্ত ফ্রি কিক

সালাহ-মানে-ফিরমিনো ত্রিফলাকে সামনে রেখে দল সাজিয়েছিলেন জুর্গেন ক্লপ। তবে ম্যান ইউয়ের আঁটোসাটো রক্ষণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লিভারপুলের আক্রমণভাগ। বরং দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোলরক্ষক আলিসন বেকার পরিত্রাতা না হয়ে উঠলে বিপদ বাড়তে পারত। লিভারপুল রক্ষণে ফাবিনহোরাও এদিন যথেষ্ট দাপটের সঙ্গে ফুটবল খেলেন। তবে লিভারপুলের ডেরা থেকে ১ পয়েন্ট চুরি করায় খুশি ম্যান ইউ শিবির। চলতি প্রিমিয়ার লিগে টানা ৪টি ম্যাচ ড্র করল লিভারপুল। টানা ৩টি ম্যাচে প্রতিপক্ষের জালে কোনও বলই জড়াতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ২০০৫ সালে শেষবার এমনটা হয়েছিল রেডসদের সঙ্গে। ২০১৮ সালের পর অ্যানফিল্ডে কোনও গোল করতে পারল না লিভারপুল। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষেই থাকল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।