COPA AMERICA FINAL 2021 : হার ভুলে বন্ধুর পাশে নেইমার! নেটিজেনদের আক্রমণে ব্রাজিল তারকা
কিছুক্ষণের মধ্যে শোকে পাথর মনটাকে সামলে নিলেন নেইমার। ট্রফি হাতে তোলার পর আর্জেন্তিনার সেলিব্রেশন শেষে মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন নেইমার।
রিও ডে জেনেইরাঃ ফাইনাল বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। ঘরের মাঠে কোপা আমেরিকার ট্রফি ধরে রাখতে না পারার আক্ষেপ কিছুতেই যেন কাটছিল না। ৩ হাত দূরে যখন মেসিকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সতীর্থরা। তখন জলে ভেজা চোখ নিয়ে মাঠ ছাড়তে থাকা নেইমারকে স্বান্তনা দেওয়ারও যেন কেউ নেই। তবে ছবিটা বদলে গেল কয়েক ঘন্টার মধ্যে। বন্ধু মেসির পাশে হাসি মুখে ধরা দিলেন ব্রাজিল ফুটবলের নয়া সুপারস্টার।
চ্যাম্পিয়ন হওয়ার পর একের পর এক পুরস্কার ছিনিয়ে নিয়েছে মেসির আর্জেন্তিনা। সেরা গোলকিপারের খেতাব জুটেছে মার্টিনেজেকর কপালে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হোক বা টপ স্কোরার। সবই মেসির দখলে। দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন নেইমার। আজ দিনটা তো তাঁর ছিলই না। মাঠে কয়েকবার মরিয়া চেষ্টা করেছিলেন বটে। ব্যস ওইটুকুই।
ঘরের মাঠ মারাকানা স্টেডিয়াম। স্বভাবতই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু সব হিসেব যে ওলোটপালোট হয়ে গেল নেইমারের। তবে কিছুক্ষণের মধ্যে শোকে পাথর মনটাকে সামলে নিলেন নেইমার। ট্রফি হাতে তোলার পর আর্জেন্তিনার সেলিব্রেশন শেষে মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন নেইমার। ছবিতে হাসিমুখের মেসির সঙ্গে হাসিতে মেতে উঠেছেন ব্রাজিল তারকা। যে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল।
হারের শোক এত তাড়াতাড়ি কেটে গেল? দেশের হারের ক্ষত কি এত তাড়াতাড়ি মুছে যায়? এরকম হরেক প্রশ্নে নেটিজেনরা বিদ্ধ করেছেন নেইমারকে। সমালোচনার ঝড়ও বইছে। তবে মেসি-নেইমারের বন্ধুত্বের এই অমলিন ছবি দেখে নেটিজেনরা অনেকেই ভালবাসায় ভরিয়েও দিচ্ছেন।