Lionel Messi: প্রতিবেশীদের চিৎকারে বিরক্ত! সব বাড়িই কিনে ফেললেন মেসি

Ivan Rakitic: যখনই সমস্যায় পড়েছেন, অভিনব কায়দায় সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও খুঁজেছেন নিজেই। সে সমস্যা ফুটবল মাঠকেন্দ্রিক হোক বা না হোক। সেরকমভাবেই আর এক সমস্যা থেকে মুক্তির জন্য বার্সেলোনায় নিজের প্রতিবেশীর বাড়িই কিনে নিলেন প্রাক্তন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। এমনই তথ্য দিয়েছেন বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ ইভান রাকিটিচ।

Lionel Messi: প্রতিবেশীদের চিৎকারে বিরক্ত! সব বাড়িই কিনে ফেললেন মেসি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 3:52 PM

বার্সেলোনা: গ্য়ালারির গর্জন আলাদা বিষয়। যে কোনও ক্রীড়াবিদের কাছে তা উপভোগ্য়। কিন্তু এরপর! একটু শান্তি চাই। পরিবারের সঙ্গে সময় কাটানো চাই নিরিবিলিতে। চাইলেই কি আর পাওয়া যায়! অনেক সময়ই চাওয়া আর পাওয়া মেলে না। বিশ্বের অন্য়তম সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। মাঠেও অনেক ধীর স্থির। সেলিব্রেশনেও খুব বেশি ভাসতে দেখা যায় না। নিজের দায়িত্বটুকু ভালো ভাবে পালন করতে চান। পরিবারের প্রতি দায়িত্ব থেকেও পিছপা হন না লিওনেল মেসি। ঠিক যেমন ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্সকে কাটিয়ে গোলের সন্ধান করে নেন, ঠিক সে ভাবে মাঠের বাইরেও উপায় বের করে ফেলেছেন। তার আগে সমস্য়াই তো জানানো হল না। মেসির কেরিয়ারের কোনও সমস্যা নয়। মাঠের বাইরে কিন্তু ব্য়াপক সমস্যায় পড়েছিলেন মেসি। প্রতিবেশীদের চিৎকারে শান্তি ভঙ্গ হচ্ছিল। এরপরই উপায় বের করেন মেসি। বিস্তারিত TV9Bangla-য়।

যখনই সমস্যায় পড়েছেন, অভিনব কায়দায় সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও খুঁজেছেন নিজেই। সে সমস্যা ফুটবল মাঠকেন্দ্রিক হোক বা না হোক। সেরকমভাবেই আর এক সমস্যা থেকে মুক্তির জন্য বার্সেলোনায় নিজের প্রতিবেশীর বাড়িই কিনে নিলেন প্রাক্তন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। এমনই তথ্য দিয়েছেন বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ ইভান রাকিটিচ। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বার্সেলোনার ক্যাসেলদেফেলে একটি বাড়ি রয়েছে মেসির। কিন্তু সেখানে বিরক্ত হয়ে পড়েছিলেন মেসি। প্রতিবেশীর বাড়ি থেকে সারাক্ষণ হই হট্টগোলের প্রচণ্ড আওয়াজ আসে। তাই প্রতিবেশীর সেই বাড়িটি মেসি কিনে নিয়েছেন। যাতে তিনি নিজের বাড়িতে তাঁর পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন। সৌভাগ্য আমার এরকম কোনও সমস্যা নেই”।

ক্লাব ফুটবলে ৩৫ টি ট্রফি জিতেছেন লিওনেল মেসি। যার মধ্যে রয়েছে ১০টি লা লিগা খেতাব ,৭টি কোপা দেল রে খেতাব এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। জাতীয় দলের হয়েও দুটি ট্রফি জিতেছেন ৩৫ বছরের এই আর্জেন্টাইন তারকা। এই দুটি ট্রফি হল ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ। এ ছাড়াও ব্যক্তিগত ঝুলিতে ৭টি ব্যালন ডি’অর রয়েছে এলএম টেনের। সম্প্রতি ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন বিশ্বকাপ জয়ী লিও। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ত্য়াগের পর মেসি এখন খেলেন পিএসজিতে। এ বারের মরসুমে এখনও পর্যন্ত মোট ১২টি গোল ও ১৪ টি অ্যাসিস্ট রয়েছে মেসির নামে।