৯৪৭ দিন পর দুই মহাতারকার লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লড়াই দুই মহা-তারকার। বার্সেলোনা-জুভেন্তাস ম্যাচের কেন্দ্রবিন্দুতে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। দুই তারকার লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব

৯৪৭ দিন পর দুই মহাতারকার লড়াই
দু'বছর পর আবার দেখা। ছবি সৌজন্যে - টুইটার (বার্সেলোনা)
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 7:22 PM

TV9 বাংলা ডিজিটাল – অপেক্ষা প্রায় হাজার দিনের। অঙ্কের সঠিক হিসেব মেলালে, সময়টা ৯৪৭ দিনের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবার দেখা হচ্ছে বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরার। মেসি বনাম রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি’র ম্যাচে মুখোমুখি দুই তারকার ক্লাব। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে ফুটবল বিশ্বে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র দেখার পর থেকেই সবাই অপেক্ষায় ছিলেন আবার মেসি-রোনাল্ডো লড়াই দেখার। প্রথম লেগের ম্যাচেও সেটা হতে পারত। কিন্তু রোনাল্ডো কোভিড আক্রান্ত হওয়ায় অপেক্ষা আরও বেড়েছিল ফুটবল প্রেমীদের। আজ রাতে অপেক্ষার অবসান।

রোনাল্ডো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে আর মুখোমুখি হননি দুই তারকা। আজ রাতের পর আবার কবে তাঁদের দেখা হবে সেটা নিয়েও প্রশ্ন থাকছে। কারণ একই দেশের লিগে এখন তাঁদের দেখা যায় না। একজন স্পেনে আর অন্য জন ইতালিতে।

বর্তমান পারফরম্যান্স ভিত্তিতে দেখলে মেসির থেকে কিছুটা হলেও এগিয়ে আছেন রোনাল্ডো। মেসির সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালও নয়। অন্যদিকে গত সপ্তাহেই কেরিয়ারের ৭৫০তম গোল করেছেন সিআর সেভেন।

দুই দলের লড়াইয়ের ক্ষেত্রে অবশ্য এগিয়ে আছে মেসির বার্সা। গ্রুপ জিতে ৫ ম্যাচে যেখানে বার্সেলোনার পয়েন্ট ১৫। রোনাল্ডোর জুভেন্তাস সেখানে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। বার্সেলোনাকে দু-নম্বরে পাঠাতে ২ গোলের ব্যবধানে জিততে হবে জুভেন্তাসকে।

আরও পড়ুন – পিকে, চুনীর পর শিল্ডে এবার কৃষানু দে-র নামে ট্রফি

ইতালি ও স্পেনের দুই ঐতিহ্যশালী ক্লাব একে অপরের মুখোমুখি। সম্মানের লড়াই জড়িয়ে আছে। কিন্তু সবার ফোকাসে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। দুই তারকার একজনও মুখ খোলেননি। কোনও কথার লড়াইও নেই দুই শিবির থেকে। তবে লড়াইটা চলছে দুই মহা তারকার ভক্তদের মধ্যে। কে তার ভক্তদের খুশি করতে পারেন সেটাই দেখার। ৯০ মিনিটের লড়াই সেই প্রশ্নের উত্তর দেবে।