ঘর সামলে আগ্রাসী খেলুক ফাউলার, বার্তা সঞ্জয়-শঙ্করলালের
বৃহস্পতিবার জামশেদপুর এফ সি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল(SC EAST BENGAL)। আইএসএলে(INDIAN SUPER LEAGUE) এখনও জয়ের মুখ দেখেনি ফাউলারের দল।
TV9 বাংলা ডিজিটাল: সব খেলাতেই এক-একটা দলের এরকম যায়। যখন কিছুই ক্লিক করে না। আইএসএলের (INDIAN SUPER LEAGUE) শুরুতে এসসি ইস্টবেঙ্গলের (SC EAST BENGAL) অবস্থাও অনেকটা সেই রকম। প্রথম ৩ ম্যাচে হার। বিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেনি পিলকিংটনরা। অধিনায়ক ড্যানি ফক্স চোট পেয়ে মাঠের বাইরে। এই সময়টা যে কোনও কোচের কাছেই কঠিন আর চ্যালেঞ্জের। এই পরিস্থিতিতে প্রাক্তন লিভারপুল তারকা রবি ফাউলারকে ধৈর্য্য ধরার পরামর্শ দিচ্ছেন ময়দানের তরুণ প্রজন্মের কোচ শঙ্করলাল চক্রবর্তী।
Dream big. Work hard. Results will always follow.#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #JoySCEastBengal pic.twitter.com/fd8bGSNDGj
— SC East Bengal (@sc_eastbengal) December 8, 2020
টানা তিন ম্যাচে হারের পর গেল গেল রব তুলেছেন লাল-হলুদ সমর্থকরা। তবে এখনই হতাশ হতে নারাজ ভবানীপুরের কোচ শঙ্করলাল চক্রবর্তী। হারের হ্যাটট্রিকের মধ্যেও বেশ কিছু পজিটিভ দিক চোখে পড়েছে প্রাক্তন মোহনবাগান কোচের। গোলের বেশ কিছু সুযোগ তৈরি করছেন পিলকিংটনরা। পাস খেলার চেষ্টা করছেন লাল-হলুদ ফুটবলাররা। এর পাশপাশি শঙ্করলাল মনে করেন দলের মধ্যে একটা জেতার খিদে রয়েছে।
“You got a dream. You gotta protect it…If you want something, go get it.”#ChhilamAchiThakbo #JoyEastBengal #WeAreSCEB #TorchBearers pic.twitter.com/rA4Zd2RJn8
— SC East Bengal (@sc_eastbengal) December 8, 2020
আরও পড়ুন:পিকে, চুনীর পর শিল্ডে এবার কৃষানু দে-র নামে ট্রফি
আইএসএলে লাল-হলুদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মোহনবাগানের আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনও। বাঙালি কোচের বক্তব্য, একটা গোল বদলে দিতে পারে এসসি ইস্টবেঙ্গলের ছবি। তাঁর আশা হয়তো চতুর্থ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে ফাউলারের দল। তবে সুরচন্দ্র সিংকে রাইটব্যাকে খেলানোর সিদ্ধান্ত মানতে পারছেন না হাবাসের ডেপুটি। তাঁর প্রশ্ন, সামাদ আলি মল্লিকের মতো ফুটবলার থাকা সত্বেও কেন ওই পজিসনে সুরচন্দ্র। উল্টোদিকে জামশেদপুরের বিরুদ্ধে মাঝমাঠে লিংডোকে খেলানোর পরামর্শ দিচ্ছেন শঙ্করলাল। প্রাক্তন বাগান কোচের টোটকা ডিফেন্সে জমাট করতে হলে দুই সাইডব্যাকের ওভারল্যাপ কমাতে হবে। কারণ, নারায়ণ দাসরা ওপরে উঠলে ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। সেটা ভরাট করা যাচ্ছে না বলেই তৈরি হচ্ছে সমস্যা।
Our next game against Jamshedpur FC is going to be crucial for us. The boys are leaving no stone unturned to put up a strong performance.#ChhilamAchiThakbo #JoyEastBengal #WeAreSCEB #TorchBearers #MoshalBahini pic.twitter.com/XVAUZi9aAA
— SC East Bengal (@sc_eastbengal) December 8, 2020
জামশেদপুরের বিরুদ্ধে ঘর সামলে গোলের জন্য ঝাঁপানোর স্ট্র্যাটেজিতে হাঁটার পক্ষে শঙ্করলাল। অন্য দিকে ভালসকিসদের টেক্কা দেওয়ার জন্য গোলের জন্য ঝাঁপানোর পক্ষপাতী সঞ্জয় সেন।