FIFA World Cup 2022: নেদারল্য়ান্ডস ম্য়াচের রেশ, কটাক্ষের শিকার মেসির স্ত্রীও!
আর্জেন্টাইন তারকা মেসি খেলা শেষ হওয়ায় পর রেফারিকে বলেন "আমি খেলার মাঠে মাথা ঠান্ডা রাখি। আপনার এই ভুল সিদ্ধান্তের জন্য় আমার মাথা ঠান্ডা রাখতে পারলাম না।" এই ম্য়াচ নিয়ে তদন্ত চলছে। তবে ফিফার তরফে জানানো হয়েছে, ম্য়াচটি সঠিক ভাবে পরিচালনা করা হয়েছে।
দোহা: আর্জেন্টিনা(Argentina) বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচ ঘিরে বহু বিতর্ক ছড়িয়েছে। এই কোয়ার্টার ফাইনাল ম্য়াচ ঘিরে ফিফাও(FIFA) তদন্ত করার নির্দেশ দিয়েছে। পুরো ম্য়াচে ১৭টি হলুদ কার্ড দেখিয়েছেন। তা নিয়েও কম বিতর্ক নেই। বিশ্বকাপের(FIFA World Cup) ইতিহাসে এই প্রথমবার কোনও একটি ম্য়াচে এতগুলো হলুদ কার্ড দেখানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ। এ বারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে নেদারল্য়ান্ডসকে হারিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ম্য়াচ চলাকালীন একটি ভিডিয়ো খুব দ্রুত স্য়োশাল মিডিয়া ছড়িয়ে পড়ে। কী সেই ভিডিয়ো, তুলে ধরল TV9 Bangla।
ম্য়াচটি যখন শেষের পথে ডাচ স্ট্রাইকার ওট ওয়েঘর্স্ট আর একটি গোল করে ম্য়াচের সমতা ফেরান। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ম্য়াচটি জিতে নেয় লিও মেসির টিম। সেই রাতে মেসি সাংবাদিক সম্মেলনে গিয়ে ওয়েঘর্স্টকে “বুবু” বলে উল্লেখ করেন। স্প্যানিশে “বুবু” কথার অর্থ হল “বোকা”। সুপারস্টার মেসির মন্তব্য ঘিরে ওই ভিডিয়োটি দ্রুত স্য়োসাল মিডিয়া ছড়িয়ে পড়ে। যার পর মেসিকে নিয়ে কেউ কেউ রসিকতাও করেছেন। কারও কারও কটাক্ষ মেসির পরিবার ভালো ভাবে নিচ্ছে না।
সবাই প্লেয়ারই চায় তাঁদের ব্য়াক্তিগত জীবন যেন কোন খারাপ প্রভাব না পড়ে। খেলা শেষ হওয়ায় পর মেসির স্ত্রী আন্তনেলা এবং তাঁর ভাই স্টাডিয়াম থেকে বের হওয়ার সময় তাঁদেরকেও এই ‘বুবু’ শব্দটি শুনতে হয়েছে দর্শকদের কাছ থেকে। এই ভিডিয়ো স্য়োসাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। মেসির মতো প্রথম সারির তারকা কোনও ভাবেই চান না যে, কোনও একটি ম্যাচ ঘিরে তাঁর পরিবারকে কটাক্ষ শুনতে হোক। জনসমক্ষে হেনস্তা করা হোক।
মেসিকে সাধারণত খেলার মাঠে রাগতে দেখা যায় না। কিন্তু কোয়ার্টর ফাইনাল ম্য়াচে তিনিও যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা দেখা গেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে একটা ফ্রি কিক দেওয়া হয়েছিল ডাচদের, সেইতা নিয়েই রেগে গিয়েছিলেন মেসি। সেই ফ্রি কিক থেকেই ওয়েঘর্স্ট গোল করেন। ম্য়াচে সমতায় ফেরায় নেদারল্য়ান্ডস। অবশেষে টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনার। ফল উল্টোও হতে পারত। আর্জেন্টাইন তারকা মেসি খেলা শেষ হওয়ায় পর রেফারিকে বলেন “আমি খেলার মাঠে মাথা ঠান্ডা রাখি। আপনার এই ভুল সিদ্ধান্তের জন্য় আমার মাথা ঠান্ডা রাখতে পারলাম না।” এই ম্য়াচ নিয়ে তদন্ত চলছে। তবে ফিফার তরফে জানানো হয়েছে, ম্য়াচটি সঠিক ভাবে পরিচালনা করা হয়েছে।