৬ বছর পর শিল্ডের শেষ চারে মহমেডান
গোকুলাম কেরালাকে হারিয়ে আইএফএ শিল্ডের সেমিফাইনালে মহমেডান। সাদা-কালোর হয়ে জয়সূচক গোল করেন তীর্থঙ্কর সরকার।
TV9 বাংলা ডিজিটাল: মরসুমের প্রথম খেতাব থেকে আর মাত্র দু ধাপ দূরে মহমেডান। ৬ বছর পর আবার শিল্ড সেমিফাইনালে সাদা-কালো। ২০১৪ সালে সঞ্জয় সেনের কোচিংয়েই শেষবার শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি। গোকুলাম কেরালাকে হারিয়ে আইএফএ শিল্ডের সেমিফাইনালে পৌঁছে গেল সাদা-কালো শিবির। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডানের হয়ে জয়সূচক গোলটি করেন তীর্থঙ্কর সরকার। বুধবার শিল্ড সেমিফাইনালে রিয়াল কাশ্মীরের মুখোমুখি হোসে সেভিয়ার দল।
And we advance to the semifinal with style ?⚽️⚫️⚪️????#JaanJaanMohammedan#BlackPanthers#IFAShield pic.twitter.com/SmTeTFlrS2
— Mohammedan SC (@MohammedanSC) December 14, 2020
খেলার শুরুর ১০ মিনিটেই মধ্যেই এগিয়ে যায় মহমেডান। গোকুলাম বক্সের মধ্যে আদজাকে ফেলে দিলে পেনাল্টি পায় সাদা-কালো। গোল করতে ভুল করেননি তীর্থঙ্কর সরকার। প্রথমার্ধে দাপট বেশি ছিল হেভিয়ার দলই। বেশ কয়েকটা দুরন্ত সেভ করে গোকুলামকে ম্যাচে রাখেন উবেদ। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাবার সুবর্ন সুযোগ নষ্ট করে গোকুলাম। এক্ষেত্রে মহমেডানের পরিত্রাতা হয়ে দাঁড়ান গোলকিপার প্রিয়ন্ত সিং।
আরও পড়ুন: পূজারাকেই যত ভয় হেডেনের
গোকুলামের দুজন লালকার্ড দেখায়,একটা সময় ৯ জনে খেলতে হয় কেরালার দলটিকে। মহমেডান শিবিরের দাবি আরও দুটো পেনাল্টি পেতে পারত তারা। বুধবার যুবভারতীতে শিল্ড সেমিফাইনালের মাঠে নামার আগে মহমেডান শিবিরকে ভাবাচ্ছে ক্লান্তি। শনিবার গ্রুপ লিগের ম্যাচ খেলার পর সোমবার কোয়ার্টার ফাইনাল খেলতে হয়েছে হেভিয়ার দলকে। আটচল্লিশ ঘণ্টার মধ্যে সেমিফাইনালে নামতে হচ্ছে মহমেডানকে। তাই ফুটবলারদের তরতাজা রাখাই এখন চ্যালেঞ্জ মহমেডানের স্প্যানিশ কোচের।