ম্যাচের ২৫ মিনিটে ববি রিডের (Bobby Reid) গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। (ছবি- ফুলহ্যাম টুইটার)
৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহ (Mohamed Salah)।
ম্যাচের আগেই লিভারপুল কোচ যুর্গেন ক্লপ দলকে সতর্ক করেছিলেন, লিগ শীর্ষে যেতে, ফুলহ্যামকে যেন হালকাভাবে না নেওয়া হয়।
শেষ ১১টি ম্যাচে মাত্র দুটি জয়ের মুখ দেখেছে ফুলহ্যাম। কিন্তু লিভারপুল, তাদের সামনেই পয়েন্ট খোয়াল। (ছবি-লিভারপুল টুইটার)
ম্যাচ ড্র করে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট লিভারপুলের। একই পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে লিগ শীর্ষে টটেনহ্যাম।