মেগা ম্যাচে কৃষ্ণার ফোকাসে ৩ পয়েন্ট
গত মরসুমের চেয়ে চলতি মরসুমে আরও অনেক ভালো খেলছে এটিকে মোহনবাগান। দলের উন্নতিতে স্বভাবতই খুশি রয় কৃষ্ণা।
গোয়া: যত দিন এগোচ্ছে, ততই ধারালো হচ্ছেন রয় কৃষ্ণা। গত মরসুমে নিজের জাত চিনিয়েছিলেন। চলতি মরসুমেও গোলের খিদে কমেনি ফিজির তারকা ফুটবলারের। ৩৩ বছরেও ফিটনেসের চূড়ায় রয় কৃষ্ণা। ফিট থাকার রহস্য কী? তা নিজেই ফাঁস করলেন রয় কৃষ্ণা। সঠিক সময়ে খাবার খাওয়া, সময়মতো ঘুম আর ফিজিক্যাল ট্রেনিং। তাতেই ফিটনেসের তুঙ্গে রয় কৃষ্ণা।
আরও পড়ুন : কাল আইএসএলের এল ক্লাসিকো
সোমবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ। নর্থ ইস্টের বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন। হুগো ব্রোমাসদের বিরুদ্ধেও গোল করতে চান এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার। সোমবার জিতলেই প্রথম পর্যায়ে শীর্ষে থেকে লিগ শেষ করবে সবুজ-মেরুন। এটাই তাতাচ্ছে হাবাসের দলকে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া রয় কৃষ্ণারা। হেভিওয়েট মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবতে চান না রয়। ৯ ম্যাচে এখনও অবধি মাত্র ৩টি গোল হজম করেছে হাবাসের দল। ৭টি ম্যাচে একটিও গোল হজম করেননি সন্দেশ-তিরিরা। মুম্বই ম্যাচের আগে রক্ষণের প্রশংসা শোনা যায় রয় কৃষ্ণার গলায়। হুগো ব্রোমাস-সান্তানাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন : ৫ ফ্যাক্টরে নতুন বছরে বদলে যাওয়া লাল-হলুদ
গত মরসুমের চেয়ে চলতি মরসুমে আরও অনেক ভালো খেলছে এটিকে মোহনবাগান। দলের উন্নতিতে স্বভাবতই খুশি রয় কৃষ্ণা। কঠিন ম্যাচগুলোও জিতেছে বাগান। এই ধারা বজায় রেখেই আইএসএলে এগিয়ে যেতে তৎপর রয় কৃষ্ণারা।