আই লিগের দ্রুততম গোল তুরসনভের
আই লিগের ইতিহাসে দ্রুততম গোল করার নজির গড়লেন কোমরন তুরসনভ। রবিববার মোহনবাগান মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করেন তাজিকিস্তানের ফুটবলার। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কাতসুমি ইউসা। নেরোকার হয়ে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। অবশ্য ময়দানে একটা সময় বহু আলোচিত ছিল বড় ম্যাচে ১৬ সেকেন্ডে করা আকবরের গোল।
Most Read Stories