ইস্টবেঙ্গলে সার্থক-সৌরভ, সবুজ-মেরুনে লেনি
এএফসি কাপের কথা মাথায় রেখে এফসি গোয়া থেকে লেনি রডরিগেজকে দলে নিল হাবাসের এটিকে মোহনগাবান।
গোয়া: এসসি ইস্টবেঙ্গলের আইএসএলে আর ৬টা ম্যাচ বাকি। প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই হবে। এই অবস্থাতেও দল গোছাচ্ছেন লাল-হলুদ কর্তারা। মু্ম্বই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন দুই প্রাক্তন মোহনবাগানি সার্থক আর সৌরভ দাস। আপাতত বাকি মরসুমের জন্যই নেওয়া হয়েছে এই দুই বাঙালি ফুটবলারকে।
চলতি আইএসএলে লোবেরোর দলের হয়ে চারটে ম্য়াচ খেলেছেন সার্থক। তবে এখনও আইএসএলে কোনও ম্যাচ খেলেননি সৌরভ দাস। দল গোছানোর ক্ষেত্রে স্থানীয় ফুটবলারদেরই অগ্রাধিকার দিতে চাইছেন লাল-হলুদ কর্তারা। এসসি ইস্টবেঙ্গলের মতই দল গোছাচ্ছে সবুজ-মেরুনও। এএফসি কাপের কথা মাথায় রেখে এফসি গোয়া থেকে লেনি রডরিগেজকে দলে নিল হাবাসের এটিকে মোহনগাবান। পরিবর্তে গোয়ায় গেলেন গ্লেন।
We are delighted to announce the signing of Lenny Rodrigues! ?❤️
We have also come to a mutual agreement with Glan Martins and he has been released by the club. We wish him all the best for his future! ?#ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/FVvT3yK3pn
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 1, 2021
রবিবার রাতে রুদ্ধশ্বাস জয়ের পর অনেকটাই ফুরফুরে মেজাজে এটিকে মোহনবাগান শিবির। দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র তিন। তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে, তাদের পক্ষে শীর্ষে থেকে লিগ পর্যায় শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করা সম্ভব। কেন না, মুম্বইয়ের পক্ষে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাওয়া সম্ভব নয়। শেষ দুটো ম্যাচেই তার প্রমাণ।
আরও পড়ুন:দর্শক রেখেই হবে মোতেরা টেস্ট
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পাশাপাশি হাবাসকে স্বস্তি দিচ্ছে প্রথম ম্য়াচেই মার্সেলিনহোর গোল পাওয়া। সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচে গোল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।