ছন্নছাড়া বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খোঁজে লাল-হলুদ
লাল-হলুদের বিরুদ্ধে পাত্তালু আর হুয়াননকে পাচ্ছে না বেঙ্গালুরু এফসি।
আক্রমণাত্মক ফুটবল খেলেও জয় অধরা থাকছে এসসি ইস্টবেঙ্গলের। এটাই ভাবাচ্ছে লাল-হলুদ কোচ রবি ফাউলারকে। গত ম্যাচে ১০ জনের এফসি গোয়াকে হারাতে ব্যর্থ হয় এসসি ইস্টবেঙ্গল। বিপক্ষের রক্ষণকে একাই তছনছ করে দেন ব্রাইট। তবুও বল জালে জড়াতে ব্যর্থ হন পিলকিংটন-হরমনপ্রীতরা। এমনকি খেলার শুরুতে পেনাল্টি মিস করেন পিলকিংটন। দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগছে দল। বেঙ্গালুরু ম্যাচের আগে সেই কথা স্বীকারও করে নিলেন লাল-হলুদ কোচ রবি ফাউলার।
তবে তরুণ ফুটবলার হরমনপ্রীতকে আড়ালই করলেন লিভারপুলের প্রাক্তনী। তিনি বলেন, ‘মানছি হরমনপ্রীত অনেক সুযোগ নষ্ট করেছেন। তবে ও এখন অনেক অপরিণত। ওকে আত্মবিশ্বাস জোগাতে হবে। আমাদের উচিত ওর পাশে দাঁড়ানো। যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। আশা করি, হরমনপ্রীত ভবিষ্যতে ভারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠবেন।’
আরও পড়ুন:ইস্টবেঙ্গলে সার্থক-সৌরভ, সবুজ-মেরুনে লেনি
আইএসএলে খারাপ রেফারিং নিয়ে বরাবর সরব হয়েছেন রবি ফাউলার। যা নিয়ে বেঙ্গালুরু ম্যাচের আগেও ক্ষোভ উগড়ে দেন লাল-হলুদ কোচ। প্লে অফের রাস্তা অনেকটা কঠিন মশাল বাহিনীর কাছে। তবুও আশা ছাড়তে নারাজ ফাউলার। এ দিনও একই বুলি আওড়ান তিনি। অঙ্কের বিচারে যতক্ষণ পর্যন্ত প্লে অফে ওঠার সম্ভাবনা রয়েছে, ততক্ষণ পর্যন্ত লড়াই জারি রাখবেন বলে জানান জেজেদের হেড স্যার।