নতুন ভারত গড়ছেন রাহুলই, মন্তব্য রাহানের

যখন দরকার পড়ে, দ্রাবিড়ের স্কুলে ছোটেন রাহানেও। বিদেশে গেলেও ঠিক যোগাযোগ রাখেন

নতুন ভারত গড়ছেন রাহুলই, মন্তব্য রাহানের
নতুন ভারত গড়ছেন রাহুলই, মন্তব্য রাহানের। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 6:58 PM
নয়াদিল্লি: তিনি নিজে উড়িয়ে দিয়েছেন প্রশংসা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারত ২-১ টেস্ট জেতার পর রাহুল দ্রাবিড় একগাল হেসে বলেছিলেন, ‘ছেলেরাই সব প্রশংসার দাবিদার।’
দ্রাবিড় যতই মানতে না চান, তাঁর ছায়াতেই যে বড় হচ্ছেন তরুণরা, মেনে নিচ্ছেন অজিঙ্ক রাহানে। ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক বলছেন, ‘রাহুলভাই এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমের সঙ্গে ও দীর্ঘদিন ছিল। তার পর ভারতীয় এ টিমের সঙ্গে। এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। যে সিস্টেমটা রাহুলভাই করেছে, তার পূর্ণ সাহায্য পেয়েছে মহম্মদ সিরাজ, নভদীপ সাইনিরা। ওরা তৈরি ছিল বলেই কিন্তু নিজেদের সেরাটা দিতে পেরেছে। শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়ালরাও জাতীয় টিমে ঢোকার আগে ভারতীয় এ টিমে ছিল। ঘরোয়া ক্রিকেটে ওরা রীতিমতো সফল হয়েছে। এই কারণেই আমার মনে হয় রাহুলভাইয়ের অবদান প্রচুর।’
যখন দরকার পড়ে, দ্রাবিড়ের স্কুলে ছোটেন রাহানেও। বিদেশে গেলেও ঠিক যোগাযোগ রাখেন। যা নিয়ে রাহানে বলেছেন, ‘লকডাউনের আগে আমার জাতীয় অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল আমার। ওর মতো কারও ওখানে থাকা মানে রোজ নতুন নতুন অনেক কিছু শেখার অবকাশ থাকে। যে কারণে আমি নিয়মিত ফোনে যোগাযোগ রাখি। মেলবোর্ন টেস্টের পর রাহুলভাই মেসেজ করেছিল আমাকে। ব্রিসবেন টেস্টের পর রাহুলভাই ফোন করে বলেছিল, তোমরা যা করেছ, আমি সত্যিই গর্বিত।’