ফুটবলে এখনই ফিরছে না দর্শক
আইএসএল-আই লিগে এখনই মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই
দিল্লি:দেশের ক্রিকেট মাঠে ফিরছে দর্শক। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আলোচনায় বসে ম্যাচর আয়োজক তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। দুই সংস্থার আলোচনায় চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে দ্বিতীয় টেস্টের জন্য। ভারতীয় ক্রিকেট দর্শকরা মাঠে বসে কোহলি বনাম রুটের লড়াই দেখতে পেলেও, সেই সৌভাগ্য হচ্ছে না ভারতের ফুটবল দর্শকদের। এখনই মাঠে দর্শক ঢোকার অনুমতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।
কলকাতায় আই লিগ আর গোয়ায় আইএসএল হচ্ছে বায়ো বাবলে। কোনও টুর্নামেন্টেই মাঠে দর্শক থাকছে না। তবে এখন পরিস্থিতি বদলেছে। কেন্দ্রীয় সরকার মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছে। তা সত্বেও পরিস্থিতি বদলাচ্ছে না ফুটবলে। দিল্লি থেকে ফেডারেশন সচিব কুশল দাস বললেন, ‘আপাতত আগের সিদ্ধান্তই বহাল থাকছে। আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ আই লিগ সিইও সুনন্দ ধরও পরিষ্কার বলছেন, কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা।
আরও পড়ুন:নতুন ভারত গড়ছেন রাহুলই, মন্তব্য রাহানের
সূত্রের খবর, আইএসএলে দর্শক প্রবেশাধিকারের আপাতত কোনও পরিকল্পনা নেই। সামনেই আইএসএলের ফিরতি ডার্বি। ভারতীয় ফুটবলের সেরা ম্যাচটাও টিভির সামনে বসেই দেখতে হবে ফুটবলপ্রেমীদের। ফেডারেশন সূত্রের খবর, নতুন মরসুমের আগে মাঠে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ কম।