Olivier Giroud: জেনোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে ফরোয়ার্ড থেকে গোলকিপার, মন জিতলেন জিরো!

এতদিন ছিলেন ফরোয়ার্ড। বিশ্বকাপও জিতেছেন। আর্সেনাল, চেলসির হয়েও যথেষ্ট সফল। ৩৭ বছরের ফুটবলার এখন এসি মিলানের হয়ে খেলছেন। ৬ ম্যাচে ৪ গোল করেও ফেলেছেন। কিন্তু তাঁর প্রতিভার প্রকাশ যে এখনও হয়নি, শনিবার রাতে ধরা পড়ল।

Olivier Giroud: জেনোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে ফরোয়ার্ড থেকে গোলকিপার, মন জিতলেন জিরো!
জেনোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে ফরোয়ার্ড থেকে গোলকিপার, মন জিতলেন জিরো!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 12:21 AM

তুরিন: এতদিন ছিলেন ফরোয়ার্ড। বিশ্বকাপও জিতেছেন। আর্সেনাল, চেলসির হয়েও যথেষ্ট সফল। ৩৭ বছরের ফুটবলার এখন এসি মিলানের হয়ে খেলছেন। ৬ ম্যাচে ৪ গোল করেও ফেলেছেন। কিন্তু তাঁর প্রতিভার প্রকাশ যে এখনও হয়নি, শনিবার রাতে ধরা পড়ল। খেলছিলেন ফরোয়ার্ড হিসেবেই। কিন্তু শেষ ৮ মিনিটের ইনজুরি টাইমে তিন কাঠির তলায় অবিশ্বাস্য পারফর্ম করলেন। কে ইনি? অলিভার জিরো (Olivier Giroud)। ফরাসি প্লেয়ারের শেষ মুহূর্তে দুরন্ত গোল সেভ করতে দেখে অনেকেই বলতে শুরু করেছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আন্দ্রে ওনানার থেকেও ভালো কিপিং করেছেন তিনি। TV9Bangla Sports এ বিস্তারিত।

জেনোয়ার বিরুদ্ধে কঠিন সিরি আ-র ম্যাচ বেশ কঠিন ছিল এসি মিলানের। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৮৭ মিনিটে ১-০ এগিয়ে গিয়েছিল মিলান। ক্রিশ্চিয়ান পুলিসিচ চমৎকার গোল করেন। কিন্তু তাতেও যে চাপ কমেছিল, তা বলা যাবে না। বরং মিলান নিজেই সমস্যা বাড়িয়ে দিয়েছিল। স্টপেজ টাইমের শুরুতেই জেনোয়ার ফরোয়ার্ডকে বক্সের বাইরে এসে সরাসরি ফাউল করেন কিপার মাইক মাইগনান। রেফারিও সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তাঁকে। ১০ জন হয়ে যাওয়ার পর আর কোনও বিকল্প ছিল না মিলানের সামনে। বাকি টিমের কাউকে কিপার হিসেবে দাঁড়াতে হত। অবাক করে দিয়ে কিপারের সবুজ জার্সি পরে জিরোই গোলে দাঁড়ান। শুধু তাই নয়, ফাউলের কারণে যে ফ্রি কিক পেয়েছিল জেনোয়া, তা প্রথমে সেভ করেন। একেবারে শেষ দিকে গোলের জন্য মরিয়া ঝাঁপায় জেনোয়া। কিন্তু জিরোকে টপকানো যায়নি। যা দেখে অবাক হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব।

ফরাসি ফুটবলারের কিপার হিসেবে দুরন্ত পারফরম্যান্স দেখে একজন ভক্ত লিখেছেন, ওনানার থেকেও ভালো কিপিং করেছে জিরো। আর একজনের মন্তব্য, কেরিয়ারে ক্লিনশিটের রেকর্ড তৈরি করল জিরো।