ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলের লজ্জায় ফেলল লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League ) বড় ব্যবধানে জয় গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের (Liverpool)। অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে (Crystal Palace) ৭-০ উড়িয়ে দিল যুর্গেন ক্লপের দল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন।
Most Read Stories