নীল সমুদ্রে শুধুই মুগ্ধতার জোয়ার
কান্তে, চিলওয়েল, জেমস, হাভার্টজ়--- নীল সমুদ্রে যেন উজ্জ্বল চারটে দ্বীপ। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই চারমূর্তিই ফারাক গড়ে গিলেন। পেপ গুয়ার্দিওলা থামাতেই পারলেন না চেলসি-ঝড়।
লন্ডন: কান্তে, চিলওয়েল, জেমস, হাভার্টজ়— নীল সমুদ্রে যেন উজ্জ্বল চারটে দ্বীপ। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) ফাইনালে এই চারমূর্তিই ফারাক গড়ে গিলেন। পেপ গুয়ার্দিওলা থামাতেই পারলেন না চেলসি-ঝড়। এঁদের নিয়ে শুধুই মুগ্ধতা ঝরে পড়ছে ফুটবল দুনিয়ার।
একমাত্র গোল করে চেলসিকে (Chelsea) ইউরোপ সেরার খেতাব দেওয়া কাই হাভার্টজ় (Kai Havertz) বলছেন, ‘কী ভাবে এই জয়ের ব্যাখ্যা করব বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে, ১৫ বছর ধরে যে স্বপ্নের পিছনে ছুটছি, সেটা পূরণ হল।’ উত্সবের আবহে ঘুরে ফিরে আসছে মরসুম জুড়ে লড়াই। চেলসির ক্যাপ্টেন সিজ়ার আসপিলিকুয়েতাও মুগ্ধ হাভার্টজ়কে নিয়ে। বলেছেন, ‘মানসিক ভাবে ও দারুণ জায়গায় রয়েছে। হাভার্টজ় আগামী দিনের তারকা।’ সঙ্গে জুড়েছেন, ‘চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ২০১২ সালে আমি এসেছিলাম। আমি বারবার স্বপ্ন দেখতাম, আবার ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতব। অবশেষে সেটা হল। এটা আমাদের সবার কাছে একটা স্পেশাল ডে।’
ফ্রেঞ্চ মিডফিল্ডার এনগোলো কান্তে (N’Golo Kante) ম্যাচের সেরা হয়েছেন। তাঁর কথায়, ‘এই মরসুমে একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। সব কিছুর পর অবশেষে ইউরোপ সেরার খেতাবটাও পেলাম। ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত লড়াই করেছি আমরা।’
ম্যাসন মাউন্ট (Mason Mount) আবার বলেছেন, বিশ্বের সেরা টিম এখন চেলসিই। ‘তৃপ্তি ব্যাখ্যা করা সম্ভব নয়। এর আগে চেলসির হয়ে আমি দুটো ফাইনাল খেলেছি। কিন্তু দুটোই হারার পর খুব কষ্ট পেয়েছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এক অবিস্মরণীয় উত্থান বলেই মনে করছি। আমি তো বলব, চেলসি এই মুহূর্তে বিশ্বের সেরা টিম।’
আরও পড়ুন: গুয়ার্দিওলার ভুলে স্বপ্নপূরণ চেলসির