EURO2020 : রেকর্ডের নাম রোনাল্ডো
হাঙ্গেরির বিরুদ্ধে প্রথমে কয়েকটি সহজ সুযোগ মিস করায় হতাশা বাড়ছিল। সিআর সেভেনের। তাঁর ভক্তদেরও। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করায় স্বস্তি এল। ম্যাচের ইনজুরি টাইমে ফের গোল করায় জয় নিশ্চিত হল পর্তুগালের। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল কেরিয়ারের ঝুলিতে জমা হল একাধিক রেকর্ড।
বুদাপেস্টঃ বয়স এখন ৩৬। ফুটবল (FOOTBALL) কেরিয়ারের সায়াহ্ণে তিনি। কিন্তু রোজ মাঠে যেভাবে নিজেকে উজাড় করে দিচ্ছেন , তাতে মনে হয় এই তো সেদিন ফুটবলবিশ্বে পদার্পণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(CRISTIANO RONALDO)। গোলের জন্যে সেই এক খিদে। এক ক্ষিপ্রতা বিপক্ষের ডিফেন্সকে তছনছ করার জন্য। চলতি ইউরোয়(EURO 2021) মঙ্গলবারই অভিযান শুরু করেছিল তাঁর দল পর্তুগাল(PORTUGAL)। আর প্রথম ম্যাচেই জোড়া গোল করে একগুচ্ছ রেকর্ড নিজের পকেটে পুরে ফেললেন সিআর সেভেন(CR7)।
এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ক্লাব ফুটবলে তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন করলে পর্তুগীজ সুপারস্টার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ইউরোর মঞ্চে এসে তিনি ক্লাবফুটবলের কথা মনে রাখতে চাননা। কারন জাতীয় দলের হয়ে তো রোজ নিজেকে প্রমাণ করার সুযোগ থাকেনা। রোনাল্ডোর এই মন্তব্যের পরই ফুটবলবিশ্ব যেন একটা ইঙ্গিত পেয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হিসেবেই তিনি ও তাঁর দল এবার ইউরো অভিযান শুরু করবেন,বুঝতে বাকি ছিলনা ফুটবল বিশ্বের।
হাঙ্গেরির বিরুদ্ধে প্রথমে কয়েকটি সহজ সুযোগ মিস করায় হতাশা বাড়ছিল। সিআর সেভেনের। তাঁর ভক্তদেরও। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করায় স্বস্তি এল। ম্যাচের ইনজুরি টাইমে ফের গোল করায় জয় নিশ্চিত হল পর্তুগালের। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল কেরিয়ারের ঝুলিতে জমা হল একাধিক রেকর্ড।
১১ গোল করে ইউরোতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন রোনাল্ডোর ঝুলিতে। টপকে গেলেন ফ্রান্সের কিংবদন্তী মিশেল প্লাতিনিকে। শুধু তাই নয় দেশের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। জাতীয় দলের জার্সি গায়ে ১০৬তম গোল হয়ে গেল সিআরসেভেনের।
এখানেই শেষ নয়, প্রথম ফুটবলার হিসেবে ৫ বার ইউরো খেলার কীর্তি গড়লেন রোনাল্ডো। আর ৫ বারই গোল করার অনন্য কীর্তিও ঢুকে পড়ল রোনাল্ডোর রেকর্ডের ঝুলিতে। এই নিয়ে শেষ ৪৩টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫ টি গোল করলেন পর্তুগালের গোলমেশিন।