ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রুনি-পুত্র

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের  ইয়ুথ অ্যাকাডেমিতে ছেলে কাইয়ের সই করার সময় ছিলেন সস্ত্রীক রুনি।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুনি লিখেছেন, "আজ গর্বের দিন।শুভেচ্ছা কাই। তোমার জন্য গর্বিত। নিজের সেরাটা দাও।"

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রুনি-পুত্র
বাবার পথ ধরে। ম্যান ইউতেে রুনির ছেলে কাই ছবি সৌঃ ওয়েন রুনি
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 3:49 PM

ওল্ড ট্র্যাফোর্ডঃ বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়ো থোড়া! একেব্বারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ওয়েন রুনির ক্ষেত্রে। ইংল্যান্ড (England) ফুটবলের প্রাক্তন তারকার পুত্র এবার সই করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। ম্যান ইউয়ের ইয়ুথ অ্যাকাডেমিতে যোগ দিলেন রুনির (Wayne Rooney) ১১ বছরের পুত্র কাই রুনি।

২০০৪ সালে এভার্টন থেকে ম্যান ইউতে এসেছিলেন রুনি। তারপর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে ‘রেড ডেভিলস’য়ের সঙ্গে পরিপূরক হয়ে উঠেছিল ওয়েন রুনির নাম। কেরিয়ারের যাবতীয় সাফল্য এসেছে এই লাল জার্সিতে। ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মোট ৫৫৯ টি ম্যাচে ২৫৩টি গোল করেছিলেন ম্যান ইউ। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউয়ের হয়ে রুনির পারফরম্যান্স ৩৯৩ ম্যাচে ১৮৩টি গোল। রেড ডেভিলসদের (Red Devils) জার্সিতে ১০ নম্বর মানেই তখন ছিলেন ওয়েন রুনি।

রুনি এখন খেলেন ডার্বি কাউন্টি( Derby County) ক্লাবে। খেলার পাশাপাশি দলের অন্তর্বর্তী ম্যানেজারের দায়িত্বও সামলাচ্ছেন। আসন্ন চ্যাম্পিয়নশীপের জন্য। তার মাঝেই নিজের বড় ছেলেকে এবার ফুটবল পাঠের জন্য় দ্বারস্থ হলেেন তাঁর পুরনো ও প্রিয় ক্লাবের কাছেই। কাই রুনির বয়স ১১ বছর। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় কাই। ছোটবেলা থেকেই বাবার মতই ফুটবল প্রেম। অবশেষে বাবার ক্লাবেই শুরু হচ্ছে কাইয়ের (Kai Rooney) ফুটবলের নতুন যাত্রা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের  ইয়ুথ অ্যাকাডেমিতে ছেলে কাইয়ের সই করার সময় ছিলেন সস্ত্রীক রুনি।সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুনি লিখেছেন, “আজ গর্বের দিন।শুভেচ্ছা কাই। তোমার জন্য গর্বিত। নিজের সেরাটা দাও।”

বাবার মত কাই রুনিও লাল জার্সিতে ইংল্যান্ড ফুটবলের ভবিষ্যতের তারকা হয়ে উঠবেন কিনা, এখন তারই অপেক্ষা।