রোনাল্ডোকে ভোট নয় মেসির

বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হল ফিফার বর্ষসেরা পুরস্কার। মেসি-রোনাল্ডোকে হারিয়ে বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি।

রোনাল্ডোকে ভোট নয় মেসির
করোনা আবহে এবার অনুষ্ঠান ভার্চুয়ালে। ছবি সৌজন্যে - টুইটার (ফিফা)
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 3:01 PM

TV9 বাংলা ডিজিটাল – পাঁচ বছরে দ্বিতীয় বার। মেসি-রোনাল্ডোর দাপটে ভাগ বসালেন অন্য কেউ। ২০১৮ সালে লুকা মদ্রিচের পর ২০২০ সালে ফিফার বর্ষসেরা (FIFA Best) ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেওয়ানডস্কি। ফিফার সদস্য দেশগুলির অধিনায়ক ও কোচের পাশাপাশি ভোট দেন সাংবাদিকরাও। আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে মেসি (Messi) ও পর্তুগালের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Rnaldo)।

বর্ষসেরা ফুটবলারদের নাম প্রকাশের পাশাপাশি ফিফা প্রকাশ করেছে ভোট দাতাদের ব্যালট। আর তাতেই দেখা যাচ্ছে, মেসির ভোটের তালিকায় নেই সিআর সেভেনের নাম। সেরা তিন ফুটবলারের তালিকায় মেসি এক নম্বরে রেখেছেন বন্ধু নেইমারকে। লিও’র দ্বিতীয় পছন্দ এমবাপে। তৃতীয় স্থানে তিনি রেখেছেন লেওয়ানডস্কিকে। এর আগে মেসির ভোট পেতেন রোনাল্ডো। কিন্তু এবার সেটা হল না।

আরও পড়ুন – করোনা আক্রান্ত টেস্ট দলে ১০ ক্রিকেটার

অন্যদিকে রোনাল্ডো গতবছর মেসিকে নিজের বর্ষসেরার তালিকায় না রাখলেও, এবার রেখেছেন। ক্রিশ্চিয়ানো প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন লেওয়ানডস্কিকে। দ্বিতীয় মেসি। আর তৃতীয় স্থানে ফরাসি স্ট্রাইকার এমবাপে। রোনাল্ডোর বাছাই করা লেওয়ানডস্কির মাথাতেই উঠেছে বর্ষসেরার তাজ।