ফিফার বর্ষসেরা রবার্ট লেওয়ানডেস্কি

মেসি-রোনাল্ডোকে টেক্কা রবার্ট লেওয়ানডস্কির। বিশ্বফুটবলের দুই মহাতারকাকে পেছনে ফেলে প্রথমবারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্নের পোলিশ এই ফুটবলার। ফিফার সদস্য দেশগুলির অধিনায়ক, কোচ আর সাংবাদিকদের ভোটের নিরিখে বর্ষসেরা ফুটবলার বেছে নেওয়া হয়।

| Edited By: | Updated on: Dec 18, 2020 | 3:30 PM
প্রথমবার ফিফার (FIFA Football Awards) বর্ষসেরা ফুটবলার হলেন পোলান্ড এবং বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

প্রথমবার ফিফার (FIFA Football Awards) বর্ষসেরা ফুটবলার হলেন পোলান্ড এবং বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

1 / 5
ফিফার বিচারে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যানুয়েল নয়ার।

ফিফার বিচারে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ম্যানুয়েল নয়ার।

2 / 5
ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন জুর্গেন ক্লপ।

ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন জুর্গেন ক্লপ।

3 / 5
টটেনহামের সন হিউং মিনের গোলকে বছরের সেরা গোল হিসাবে বেছে নেওয়া হয়।

টটেনহামের সন হিউং মিনের গোলকে বছরের সেরা গোল হিসাবে বেছে নেওয়া হয়।

4 / 5
ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পান ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পান ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

5 / 5
Follow Us: