ট্যাকটিক্যাল গেমেই বাজিমাত হাবাসের
সোমবার ফতোরদায় এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফ সি।
জিতলেও হাবাসের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা সর্বত্র। অরিন্দম ভট্টাচার্য অবশ্য একে ট্যাকটিক্যাল গেম হিসাবেই দেখতে চাইছেন। হাবাসের পাশে দাঁড়িয়ে তারকা গোলকিপার বলছেন, “আমাদের লক্ষ্যই ছিল মাঝমাঠে ওদের আটকে দিয়ে হতোদ্যম করে দেওয়া। তারপর সুযোগ মত পাল্টা আক্রমণে গোল করা। সেটাই আমরা করেছি”
এটিকে মোহনবাগানের পরের ম্যাচ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে। এখনও সেরকম ছন্দে নেই বেঙ্গালুরুর দলটি। তাসত্বেও বেঙ্গালুরু এফ সিকে হালকাভাবে দিতে নারাজ এটিকে মোহনবাগানের গোলকিপার অরিন্দম। তার মতে, “বেঙ্গালুরুকে গতবারের মত খুব একটা শক্তিশালী বলে মনে হচ্ছে না। এখনও পর্যন্ত সুনীলরা সেরকম খেলেনি। তা বলে ওদের কম গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।”
বেঙ্গালুরু ম্যাচে সুনীল ছেত্রীর উপর আলাদা নজর রাখতে হবে বলে মনে করেন বাগান মাঝমাঠের স্তম্ভ কার্ল ম্যাকহিউ। এফসি গোয়া ম্যাচের সেরা স্প্যানিশ মিডফিল্ডার বলছেন, “সুনীল ছাড়াও বেঙ্গালুরু দলে আরও বেশ কয়েকজন ভাল ফুটবলার আছেন। তাদের উপরও সতর্ক নজর রাখতে হবে”।
আরও পড়ুন:ফেডারেশনে নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কল্যাণ চৌবে
চোটের জন্য বাগান মাঝমাঠে খেলতে পারছেন না জাভি হার্নান্ডেজ। প্রাক্তন ফুটবলাররা মনে করছেন জাভি না থাকাতেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না এটিকে মোহনবাগানের মাঝমাঠকে। ম্যাকহিউও বলছেন, “জাভি অসাধারণ ফুটবলার। ওর না থাকা আমাদের কাছে বড় ক্ষতি।”
৬ ম্যাচের মধ্যে ২বার ম্যাচের সেরা হয়েছেন স্প্যানিশ ম্যাকহিউ। নিজের ফর্মে খুশি হলেও,নিজের খেলায় আরও উন্নতির চেষ্টায় হাবাসের দলের মিডফিল্ড জেনারেল।